1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
"আমরা ভোটকেন্দ্র দখল করবো না, কাউকেও করতে দেব না "কুমিল্লা–৬ আসনে কাজী দ্বীন মোহাম্মাদের দিনব্যাপী গণসংযোগ - কুমিল্লার খবর
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
বুড়িচংয়ে আলোকিত যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ৫০ এতিম, বয়স্ক ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ  জুলাই বিপ্লবে শহীদ রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার। কুমিল্লায় ভুয়া সাংবাদিকের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা কুষ্টিয়ার ভেড়ামারায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ বিদেশী পিস্তল উদ্ধার “আমরা ভোটকেন্দ্র দখল করবো না, কাউকেও করতে দেব না “কুমিল্লা–৬ আসনে কাজী দ্বীন মোহাম্মাদের দিনব্যাপী গণসংযোগ কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির ওলামা দল বিএনপির সংগ্রামী সভাপতি জাকারিয়া তাহের সুমন’র সাথে শুভেচ্ছা বিনিময়।  দৈনিক কুমিল্লার ডাকের নতুন কার্যালয়ের উদ্বোধন: সত্য ও নৈতিকতার পথে এক নতুন যাত্রা ঢাকা উত্তরায় অগ্নিকান্ডে প্রাণ গেল কুমিল্লার নানুয়াদিঘীরপাড়ে একই পরিবারের তিন সদস্যের ক্ষমতা ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ —⁠ ⁠অধ্যাপক আলী রীয়াজ কুমিল্লা তিতাসে পানিতে ডুবে প্রাণ গেলো চার বছরের এক শিশুর

“আমরা ভোটকেন্দ্র দখল করবো না, কাউকেও করতে দেব না “কুমিল্লা–৬ আসনে কাজী দ্বীন মোহাম্মাদের দিনব্যাপী গণসংযোগ

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

বিভিন্ন বক্তারা বলেন
“আমরা ভোটকেন্দ্র দখল করবো না, কাউকেও করতে দেব না “কুমিল্লা–৬ আসনে কাজী দ্বীন মোহাম্মাদের দিনব্যাপী গণসংযোগ

তৌহিদ হোসেন সরকার।।

কুমিল্লা–৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মাদ শনিবার (১৭ জানুয়ারি) দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে তিনি দলীয় নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
দিনের কর্মসূচির শুরুতে সকাল ১০টায় তিনি সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের জাগর–জুলি বিশ্বরোড এলাকায় গণসংযোগ করেন। দুপুর ২টায় কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডের পুরাতন চৌয়ারা ধনপুর এলাকায় অনুষ্ঠিত মহিলা সমাবেশে যোগ দেন। বিকেল ৩টায় মহানগরীর ২২ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে স্থানীয় ওয়ার্ড সভাপতি আবুল কালামসহ জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর ১৩ নম্বর ওয়ার্ডে মাস্টার নুরে আলম বাবুর বাড়িতে আয়োজিত মহিলা সমাবেশে বক্তব্য রাখেন তিনি।
সন্ধ্যা ৬টায় কালির বাজার ইউনিয়নের কালির হাটের বুধনাগ কেন্দ্র কমিটির উঠান বৈঠকে এবং পরে একই ইউনিয়নের সৈয়দপুর এলাকায় গণসংযোগে অংশ নেন।
অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মহানগরী জামায়াত আমীর কাজী দ্বীন মোহাম্মাদ। আরও উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, বিশ্বরোড অঞ্চল পরিচালক মোহাম্মদ হোসাইন ও আইআর আশিক আহমেদ শাহীন।গণসংযোগে কাজী দ্বীন মোহাম্মাদ বলেন, “দুর্নীতি, চাঁদাবাজি, বিভিন্ন অফিসে ঘোষ–বানিজ্য ও অরাজকতা থাকবে না । স্বাধীনতার প্রকৃত সুফল আমরা এখনো পাইনি। হত্যা, গুম–খুন, দুর্নীতি ও সুদের বিরুদ্ধে আমরা মানবিক বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।”যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “বেকার ভাতা নয়, আমরা চাকরি দিতে চাই। এক হাতে সার্টিফিকেট, অন্য হাতে চাকরি দেব ইনশাআল্লাহ।”
বিশ্বরোড অঞ্চল পরিচালক মোহাম্মদ হোসাইন তাঁর বক্তব্যে বলেন, “এই দেশের রাজনীতিতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমরা ভোটকেন্দ্র দখল করবো না, কাউকেও করতে দেব না।”
উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ বলেন, “১৭ বছর এলাকাবাসী ভোট দিতে পারেনি। আগামী জাতীয় নির্বাচনে সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর