1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কু- দৃষ্টি থেকে বাঁচার উপায়! - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ইনার হুইল ক্লাব অব কুমিল্লার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সিএমপির বন্দর থানার চাঞ্চল্যকর পাঠাও চালক হত্যাকাণ্ডে জড়িত ০১(এক) আসামী গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার। সিএমপির কোতোয়ালী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও সিআর ওয়ারেন্টভুক্ত ০১ (এক) আসামি গ্রেফতার। বুড়িচংয়ে নেশার টাকা না পেয়ে স্ত্রী হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার আপিল খারিজ, মনিরুল হক চৌধুরীর মনোনয়ন বৈধতা বহাল রেখেছে কমিশন। দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কাজী দ্বীন মোহাম্মাদ কুমিল্লায় তারেক রহমানের আগমন উপলক্ষে টাউন হল মাঠ পরিদর্শন কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ৬টি নতুন স্যাটেলাইট টিম চালু কুমিল্লা আদর্শ সদর উপজেলায় অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কু- দৃষ্টি থেকে বাঁচার উপায়!

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

কু- দৃষ্টি থেকে বাঁচার উপায়!

গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।।

বদ নজরের প্রভাব সত্য। আমাদের সমাজে অনেকে এমন আছেন যাদের নজর লাগে এবং এর প্রভাব ও প্রতিক্রিয়া প্রকাশ পায়। বদনজর মূলত মানুষের হিংসাত্মক কু-দৃষ্টির কুফল। আল্লাহর স্মরণ ছাড়া গাফেল অবস্থায় কোনো জিনিসের প্রতি তীক্ষ্ণ ও কু-দৃষ্টির ফলে মানুষের ক্ষতি হয় এবং অন্যান্য বস্তুতে এর প্রভাব লক্ষ্য করা যায়- একেই বদনজর বলে।যাকে বদ নজর করা হয় তার ওপর এর বিষাক্ত তীর নিক্ষিপ্ত হয়। এটি কখনও কার্যকর হয়, আবার কখনও হয় না। যার প্রতি বদ-নজর করা হয়, সে যদি প্রতিরক্ষাহীন অবস্থায় থাকে, তখন ওই কু-দৃষ্টি ক্রিয়াশীল হয়। আর প্রতিরক্ষা অবস্থায় তার কাছে পৌঁছাতে না পারলে এর কোনো প্রভাব পড়ে না। পবিত্র কোরআনের অসংখ্য আয়াত এবং অসংখ্য হাদিসে এর সত্যতার বিশদ বিবরণ এসেছে। মানুষের চোখ (কু-দৃষ্টি) লাগা এবং এর ফলে মানুষ অথবা জন্তু-জানোয়ারের কষ্ট কিংবা ক্ষতি হওয়া সত্য। এটা মূর্খতাসুলভ কুসংস্কার নয়। এ কারণেই ইয়াকুব (আ.) তার পুত্রদের আত্মত্মরক্ষার চিন্তা করে কু-দৃষ্টি এবং হিংসার আশঙ্কাবশত ছেলেদের একই দরজা দিয়ে শহরে প্রবেশ করতে নিষেধ করেছেন। (সুরা ইউসুফ: ৬৭-৬৮)। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘বদনজরের প্রভাব সত্য।’ (বোখারি : ৫৩২৯; মুসলিম: ৫৫১৩)।উবাইদ ইবনে রিফাআ আজ-জুরাকি (রা.) থেকে বর্ণিত, আসমা বিনতে উমায়স (রা.) বললেন, ‘হে আল্লাহর রাসুল, জাফরের সন্তানদের খুব বেশি নজর লাগে। আমি কি তাদের ঝাড়ফুঁক করাতে পারি? তিনি বললেন, হ্যাঁ, কোনো জিনিস যদি তকদিরকে অতিক্রম করার মতো হতো, তবে বদনজর অবশ্যই তা অতিক্রম করতে পারত।’ (তিরমিজিহতো, তবে বদনজর অবশ্যই তা অতিক্রম করতে পারত।’ (তিরমিজি : ২০৫৯)।আয়েশা (রা.) বলেন, রাসুল (সা.) বলেন, ‘তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও, কেননা বদনজর সত্য ও বাস্তব।’ (ইবনে মাজাহ: ৩৫০৮)।দোয়া: প্রতিদিন সকাল-সন্ধ্যায় সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস তিনবার করে পড়া। (তিরমিজি: ৩৫৭৫)। আরও একটি দোয়া হলো-বাংলা উচ্চারণ: বিসমিল্লা হিল্লাজি লা-ইয়াদুররু মাআসমিহি শাইউন, ফিলআরদি ওয়ালা-ফিসসামায়ি, ওয়া হুও য়াস সামিউল আলিম।’ (তিরমিজি: ৩৩৩৫)। সকাল-সন্ধ্যা এগুলো কয়েকবার পড়ে শরীরে ফুঁ দিলে বা হাত মুছে দিলে আল্লাহর রহমতে বদনজর থেকে রক্ষা পাওয়া যায়।বাচ্চাদের সুরক্ষার জন্য কর্তব্য হচ্ছে, মাঝে মধ্যেই দোয়া পড়ে তাদের গায়ে ফুঁ দেওয়া, যেমনটা রাসুল (সা.) হাসান ও হুসাইনের বেলায় করেছেন। রাসুলুল্লাহ (সা.) এই দোয়া পড়ে হাসান-হুসাইন (রা.)-কে ফুঁ দিয়ে দিতেন- বাংলা উচ্চারণ: আউজি বিকালিমা- তিল্লাহিত তা-ম্মাহ। মিন কুল্লি শাইতানিন-ওয়া হাম্মাহ। ওয়ামিন কুল্লি আইনিন লাম্মাহ।’ (বোখারি: ৩১৯১)।

লেখক: ধর্ম ও সমাজ বিশ্লেষক, ধর্মীয় অনুষ্ঠান উপস্থাপক ও শুরা সদস্য, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর