
নিজস্ব প্রতিবেদক ॥
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৮নং ওয়ার্ডের ওলুইন (দাশপাড়া) গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় এসআই নজরুল ও এএসআই সোলেমানের নেতৃত্বে স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসীর অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়।অভিযান চলাকালে স্থানীয় জনগণের সহযোগিতায় একজন মাদক ব্যবসায়ীকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকার কিছু অসাধু মাদক ব্যবসায়ী ও সেবীর কারণে গ্রামটির পরিবেশ অশান্ত হয়ে উঠেছিল। প্রতিদিন সন্ধ্যার পর মোটরসাইকেল ও সিএনজি যোগে বাইরের মাদকসেবীরা এলাকায় আসা-যাওয়া করত, যা নিয়ে সাধারণ মানুষ ও পরিবারের সদস্যরা আতঙ্কে দিন কাটাচ্ছিলেন।
েএ সময় উপস্থিত এলাকাবাসী প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন—“কিছু মাদক কারবারীর কারণে আমাদের এলাকায় বসবাস করা কষ্টকর হয়ে পড়েছিল। আজ থেকে আমরা যুবসমাজ প্রশাসনের পাশে থেকে মাদক প্রতিরোধে কাজ করব। এসআই নজরুল ও এএসআই সোলেমানসহ কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পুলিশ সদস্যদের প্রতি আমরা কৃতজ্ঞ।”অভিযানে নেতৃত্ব দেন স্থানীয় যুবদল নেতা সুজন, স্বেচ্ছাসেবক দল নেতা সুমন, এবং তরুণ সমাজের প্রতিনিধিত্বে হালিম, ইসলাম, মাসুম, কালা কাজিমসহ অনেকে। তারা সবাই মাদকবিরোধী লড়াইয়ে একাত্মতা ঘোষণা করেন।পশ্চিম জোড়কানন ইউনিয়ন বিএনপির সভাপতি ও স্থানীয় জনপ্রতিনিধি শাহাদাত আলী বলেন—“প্রশাসনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এলাকাবাসী, পুলিশ ও যুবসমাজ একসাথে কাজ করলে ওলুইন দাশপাড়াসহ প্রতিটি গ্রাম মাদকমুক্ত হবে। আমরা প্রশাসনের পাশে থেকে প্রতিটি মাদককারবারিকে প্রতিহত করব।”
স্থানীয় যুবদল নেতা সুজন ও সুমন বলেন—
“আমরা ভবিষ্যতেও প্রশাসনের সঙ্গে সমন্বয়ে নিয়মিত নজরদারি চালিয়ে যাবো, যাতে এলাকার কোনো প্রান্তে মাদকের ছায়া না পড়ে।”এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম বলেন—“মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। হয় মাদক থাকবে, না হয় আমি থাকব। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”অভিযান শেষে উপস্থিত এলাকাবাসী একসঙ্গে শপথ নেন—“মাদকমুক্ত সমাজ গড়তে আমরা ঐক্যবদ্ধ।”