
তিতাস প্রতিনিধি, কুমিল্লা।।
কুমিল্লার তিতাসে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেলো চার বছরের শাফায়াত নামের এক শিশুর। শুক্রবার(১৬ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার সাতানী ইউনিয়নের পুরান বাতাকান্দি গ্রামের চা দোকানী খোকন মিয়ার বাড়িতে। নিহত শাফায়াত(৪) উপজেলার দক্ষিণ বলরামপুর গ্রামের সেলিম মিয়ার পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা জানা গেছে, সাতানী ইউনিয়নের পুরান বাতাকান্দি গ্রামের খোকন মিয়ার ছেলে বিয়ের অনুষ্ঠানে মায়ের সঙ্গে বেড়াতে এসেছিলেন শিশু শাফায়াত। সকালে বাড়িতে যখন মামার বিয়ের আনন্দ ও উল্লাস চলছিলো আর তখন চারদিকে ছিলো বিয়ের আনন্দ ও ব্যস্ততা, আর সেই ফাঁকে কখন যেনো ছোট্ট শাফায়েত সবার অগোচরে বাড়ির পাশের গর্তের খালে পড়ে যায়।এসময় শাফায়েতকে খুজে না পেয়ে খালের গর্তের পানিতে ভেসে ওঠলে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।তাঁর নিথর দেহ দেখে বাড়িতে কান্নার রোল নেমে আসে। মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায় বিয়ের সব আনন্দ। বাবা-মা-সহ বাড়ির সবার মধ্যে বইছে শোকের ছায়া।নিমেষেই বাড়িটি হয়ে যায় নীরবতায় স্তব্ধ।