1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহাম্মদপুরে ভূমিকম্প ও অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে ফায়ার সার্ভিসের বিশেষ প্রশিক্ষণ! কুমিল্লায় হাজী ইয়াছিনের উদ্যোগে দেশনেত্রী খালেদা জিয়ার আরোগ্য কামনায় কোরআন শরিফ খতম, খাবার বিতরণ ও বিশেষ দোয়া। কুমিল্লা ইপিজেডে বেতন–ভাতার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন কুমিল্লা জেলায় পুলিশ সুপার হিসেবে জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম মহোদয়ের যোগদান। কুমিল্লার কাপ্তান বাজার,জজকোর্ট ও গোমতী নদীর সড়কে দীর্ঘ দুর্ভোগের অবসান! চৌদ্দগ্রামে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একদিনের সি পি আর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান তারুণ্যের উৎসব কারাতে প্রতিযোগিতায় সাইনিং সিতোরিউ কারাতে বিজয়ী ছাত্র-ছাত্রীদের সনদপত্র বিতরণ অনুষ্ঠান আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইউনিয়নভিত্তিক নির্বাচনী মতবিনিময় সভা। চৌদ্দগ্রামে নির্যাতিত মটর শ্রমিক কমিটির শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

টিকটকের ফাঁদে সর্বনাশ! অশ্লীল ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা হাতানো আব্বাস অবশেষে র‍্যাবের জালে

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

টিকটকের ফাঁদে সর্বনাশ! অশ্লীল ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা হাতানো আব্বাস অবশেষে র‍্যাবের জালে

মোঃ সাইফুল ইসলাম ফয়সাল।।
অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে নারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ, ছবি এডিট করে অশ্লীল কনটেন্ট তৈরি, প্রকাশের হুমকি দিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের মূল হোতা মো. আব্বাস (৩৮)–কে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে নগরীর শাকতলা র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ৫ নভেম্বর কুমিল্লার দেবিদ্বার থানার এক ভুক্তভোগী নারী র‌্যাব-১১, সিপিসি-২ কার্যালয়ে উপস্থিত হয়ে জানান যে, অজ্ঞাত পরিচয়ের কয়েকজন প্রতারক তার টিকটক আইডিতে নক করে অনলাইনে চাকরির প্রলোভন দেখায়। ‘রেজিস্ট্রেশনের’ কথা বলে তারা তার ব্যক্তিগত তথ্য ও কিছু ছবি সংগ্রহ করে। পরবর্তীতে ওই ছবি এডিট করে নগ্ন ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে মোট ৭ লাখ টাকা হাতিয়ে নেয়।এরপরও প্রতারক চক্র অতিরিক্ত অর্থ দাবি করলে ভিকটিম অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে প্রতারকরা তার ফেসবুক আইডি হ্যাক করে প্রোফাইল পিকচারে অশ্লীল ছবি আপলোড করে এবং তার পরিবারের সদস্যদের মোবাইলে নগ্ন ছবি–ভিডিও পাঠিয়ে সামাজিকভাবে হেনস্তা করে।অভিযোগ পাওয়ার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারণায় জড়িত মূল হোতাকে শনাক্ত করে।র‍্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ২১ নভেম্বর রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ভোলা জেলার তজুমদ্দিন থানাধীন গোলকপুর এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা মো. আব্বাসকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আব্বাস ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার দক্ষিণ আড়ালিয়া এলাকার মৃত আবুল কালামের ছেলে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্বাস জানায়১৫ অক্টোবর সন্ধ্যায় সে ভিকটিমের টিকটক আইডিতে নক করে অনলাইনে ‘ঘরে বসে প্রতিদিন ১,০০০ টাকা আয় করা যায়’—এমন প্রলোভন দেয়। রেজিস্ট্রেশনের কথা বলে ভিকটিমের ব্যক্তিগত ছবি সংগ্রহ করার পর একটি অ্যাপের লিংক পাঠায়। লিংকে প্রবেশ করার পর ভিকটিমের ফেসবুকসহ সব অ্যাকাউন্ট তাদের নিয়ন্ত্রণে চলে যায়।এরপর ভুক্তভোগীর ছবি এডিট করে পর্নোগ্রাফি তৈরি ও প্রকাশের ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে ৭ লাখ টাকা আদায় করে। তবুও টাকা না পেলে চক্রটি ভিকটিম এবং তার পরিবারের ব্যক্তিগত নম্বরে অশ্লীল কনটেন্ট পাঠায় এবং ফেসবুক প্রোফাইলে তা আপলোড করে।র‌্যাব জানায়, আব্বাস একটি সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের প্রধান। দীর্ঘদিন ধরে তাদের দল অনলাইনে চাকরির লোভ দেখিয়ে নারীদের তথ্য হাতিয়ে নেয়, আইডি হ্যাক করে অশ্লীল ভিডিও তৈরি করে, এরপর প্রকাশের ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আব্বাসকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট