1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন কুমিল্লা-৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ঘোষণা - কুমিল্লার খবর
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সনাতনীদের বার্ষিক মহোৎসবে শুভেচ্ছা জানালেন মনিরুল হক চৌধুরী। মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন কুমিল্লা-৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ঘোষণা প্রার্থিতা প্রত্যাহার করেছেন কুমিল্লা-৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন কুমিল্লায় জামায়াত-বিএনপির সংঘর্ষ: আহত ৫ জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক কুমিল্লার তিতাসে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও বিদেশি মদসহ আটক ৩ দৈনিক কালের কন্ঠের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। কুমিল্লা আদালত এলাকায় অবাধে ঘোরাফেরা করা ঘোড়ায় আতঙ্ক, জলাতঙ্ক ভ্যাকসিন সংকটে ভোগান্তি! কক্সবাজারে কুমিল্লা টেলিভিশন ফোরামের পারিবারিক মিলনমেলা ও নেতৃত্বের পালাবদল অনুষ্ঠান জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন কুমিল্লা-৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ঘোষণা

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
Oplus_131072

মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন কুমিল্লা-৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ঘোষণা

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা-৬ আসনের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হাজী আমিন উর রশিদ ইয়াছিন আজ সোমবার বিকেল পাঁচটার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন। আজ দুপুরে কুমিল্লা নগরের ধর্মসাগরপাড়ের ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে তিনি ওই ঘোষণা দেন।এর আগে তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ছয়টি আসনের নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন দলের থেকে। দেখা করেছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। এরই পরিপ্রেক্ষিতে ওই সংবাদ সম্মেলন হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো. মনিরুল হক চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থী মো. জসিম উদ্দিন, কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম , সাংগঠনিক সম্পাদক নজরুল হক ভূঁইয়া স্বপন,মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল কাইয়ুম ও সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান ।সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কুমিল্লার ছয়টি আসনে বিএনপির নির্বাচনী সমন্বয়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, আমি কুমিল্লা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছি। আমি জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা। যেহেতু গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি, তাই নির্বাচন আমার কাছে অর্থবহ। নির্বাচন একটা দলের জন্য সবচেয়ে গুরুত্পূর্ণ সময়। গত ২/৩ দিন আগে, এর আগেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে আমার কথা হয়েছে। গত ২/৩ দিন আগে আমাকে চেয়ারম্যান সাহেব দেখা করার জন্য খবর দেন। আমি গেলাম। আমি দলটা ৩৩ বছর ধরে করি। তিনি আমাকে বলেছিলেন আগামী নির্বাচনে সহযোগিতা করার জন্য। কুমিল্লার ছয়টা নির্বাচনী এলাকার সমন্বয়ক হিসেবে দায়িত্ব নেন। আমি দল করি। আমি দল করি, দলকে ক্ষমতায় আনার জন্য। আমি দল করি, দলের আদর্শ বাস্তবায়ন করার জন্য। এই কারণে আমি উনার সাথে একমত হয়েছি। উনি আমাকে বসা অবস্থায় সমন্বয়কের চিঠি দিয়েছেন। উনার প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধ থেকে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করব। সকালে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করতে চেয়েছিলাম। কিন্তু রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বাইরে থাকায় বিকেল পাঁচটার মধ্যে সেটি প্রত্যাহার করা হবে।মনিরুল হক চৌধুরী বলেন, আজকে কুমিল্লার ইতিহাসে কালের সাক্ষী হয়ে গেলাম। বিভিন্ন সময়ে যে বিভাজন ছিল, তা আজ সমাধান হয়ে গেছে। তাঁর (ইয়াছিন) সাথে আমার একসাথে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। যে সমঝোতা হয়েছে, তা কুমিল্লার জন্য প্রয়োজন ছিল। আমরা কুমিল্লাকে স্বাধীনতার পর এগিয়ে নিতে পারিনি। আজকের এই সমঝোতা নতুন দিগন্ত উন্মোচিত হবে। কুমিল্লাকে সবাইকে নিয়ে এগিয়ে নব। হাজী ইয়াছিন, জেলা ও মহানগর নেতাদের সমন্বয় করে আমি কুমিল্লাকে নিয়ে আমার স্বপ্নের কথা বলব। এই জাতি চরম সংকটে পড়ে গেছে। নির্বাচন হবে। জাকারিয়া তাহের সুমন বলেন, দুইজনই শ্রদ্ধেয় নেতা। চেয়ারম্যান সাহেবের আহবানে ইয়াছিন ভাই দলের স্বার্থে যে ত্যাগ স্বীকার করেছেন, সেজন্য ধন্যবাদ জানাই। ইয়াছিন ভাই জেলার ছয়টি আসনে সমন্বয়কের দায়িত্ব নিয়েছেন। তাঁর নেতৃত্বে আমরা ছয়টি আসনে জিতব। দল নিশ্চয়ই তাঁর ত্যাগের বিষয়টি মূল্যায়ন করবে। দলের এই ক্রান্তিলগ্নে উনি ত্যাগ স্বীকার করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর