
কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।।
ঢাকা, ১৬ জানুয়ারি ২০২৬ (শুক্রবার): গতকাল (১৫ জানুয়ারী ২০২৬) রাত আনুমানিক ৩ টায় বগুড়া জেলার ধুনট উপজেলার নিমগাছি এলাকায় সেনাবাহিনী নেতৃত্বে একটি যৌথ অভিযানে ফিরোজ পোদ্দার (৩৭) ও রায়হান আলী রানা (৪১) নামক দুইজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। অভিযানে একটি বিদেশি রিভলবার, দেশীয় অস্ত্র এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যে কোন আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করুন।