1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার যে আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা-১৭ আসন থেকে ভোটার হলেন তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের সর্দার সহ ৭ জন ডাকাত গ্রেফতার ও অস্ত্র ও পিকআপ উদ্ধার; জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান কুমিল্লায় বৈশাখী টিভির ২১ বছরে পদার্পন অনুষ্ঠান পালিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি নেতা জাকারিয়া তাহের সুমনসহ ৩১জনের বিরুদ্ধে ৬৪৭ কোটি টাকার জালিয়াতি অভিযোগে মামলা! দীর্ঘ ১৯ বছর পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে তারেক রহমানের দোয়া ও শ্রদ্ধা নিবেদন।  কুমিল্লা শিল্পকলা একাডেমীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও জরুরি সভা অনুষ্ঠিত। দীর্ঘ ২০ বছর পর উন্মুক্ত মঞ্চে ভাষণ দিলেন তারেক রহমান জাতীয় নির্বাচনে দেশপ্রেমিক জনগণ ভোটকেন্দ্র পাহারা দেবে– কাজী দ্বীন মোহাম্মদ

ঢাকা-১৭ আসন থেকে ভোটার হলেন তারেক রহমান

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে
ঢাকা-১৭ আসন থেকে ভোটার হলেন তারেক রহমান

কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত ১৯ নম্বর ওয়ার্ডের (গুলশান এলাকা) ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শনিবার (২৭ ডিসেম্বর) তিনি আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন (ইসি) ভবনে উপস্থিত হয়ে ছবি তোলা ও আঙুলের ছাপ প্রদানের মাধ্যমে ভোটার নিবন্ধনের বাকি আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করবেন। ইসি কর্মকর্তারা জানান, এরইমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত ১৯ নম্বর ওয়ার্ডের (গুলশান এলাকা) ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শনিবার (২৭ ডিসেম্বর) তিনি আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন (ইসি) ভবনে উপস্থিত হয়ে ছবি তোলা ও আঙুলের ছাপ প্রদানের মাধ্যমে ভোটার নিবন্ধনের বাকি আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করবেন।ইসি কর্মকর্তারা জানান, এরইমধ্যে অনলাইনে আবেদন যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী বায়োমেট্রিক তথ্য সংগ্রহের পর তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে ঢাকা-১৭ আসনের ভোটার হিসেবে তালিকাভুক্ত করা হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।ভোটার নিবন্ধনের আগে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান। সেখানে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া করেন। কবর জিয়ারত শেষে সেখান থেকেই তিনি নির্বাচন কমিশন ভবনের উদ্দেশে রওনা হন।এদিন সকালে এক সংবাদ সম্মেলনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর জানান, তারেক রহমান ফিঙ্গারপ্রিন্ট ও ছবি দেওয়ার পর সর্বোচ্চ ২৪ ঘণ্টা এবং সর্বনিম্ন ৭ থেকে ৮ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রস্তুত হয়ে যাবে। তিনি বলেন, “নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত। যে কক্ষে বসে তারেক রহমান বায়োমেট্রিক তথ্য দেবেন, সেই কক্ষসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা আগেই সম্পন্ন করা হয়েছে।”উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে সম্প্রতি দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফিরে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ভোটার হওয়ার প্রক্রিয়া শুরু করেন তিনি। বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে তাকে বগুড়া-৬ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার কথা জানানো হয়েছে।আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে অংশ নিতে হলে ২৯ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। সে কারণে নির্ধারিত সময়ের আগেই ভোটার হওয়ার বিষয়টিকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট