
বুড়িচং প্রতিনিধি,কুমিল্লা।।
কুমিল্লা জেলা অংশের বুড়িচং থানাধীন অফিসার ইনচার্জ এর সার্বিক তত্ত্বাবধানে গত ০৮ ডিসেম্বর ২০২৫ খ্রি. রাত ২২.৫০ ঘটিকায় বুড়িচং থানা কুমিল্লায় কর্মরত এসআই মোঃ রাকিবুল হাছান এএসআই মোঃ শাহ পরান সঙ্গীয় ফোর্স সহ বুড়িচং থানা এলাকায় মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও চোরা চালান উদ্ধার অভিযান পরিচালানাকালে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার ০২নং বাকশিমুল ইউনিয়নের কোদালিয়া এলাকা হত ৪০(চল্লিশ) কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে মোঃ ইসহাক (৩৬), পিতা-মৃত আব্দুর রশিদ, সাং-কোদালিয়া, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা‘কে গ্রেফতার করেন।উক্ত ঘটনার প্রেক্ষিতে বুড়িচং থানায় আইগত প্রক্রিয়া চলমান আছে।