
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার ধর্মপুর এলাকায় মুখোশ পরা দুর্বৃত্তদের হামলায় CICS লিমিটেডের তত্ত্বাবধায়ক ও ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক মো. শহীদউল্লাহ গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী শহীদউল্লাহ জানান, মুখোশধারী ৩–৪ জন অপরিচিত ব্যক্তি এবং চিহ্নিত এক ব্যক্তি—যার পরিচয় “ভিক্ষার থালা রুবেল”—চুরি করে পালানোর সময় তিনি পিছু নিলে দুর্বৃত্তরা আক্রমণাত্মক হয়ে ওঠে। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। তিনি জানান, ধরতে গেলে হামলাকারীরা তাকে অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করে এবং ধস্তাধস্তির এক পর্যায়ে তার হাত–পায়ে আঘাত লাগে। এতে তিনি পায়ে গুরুতর আঘাত পান।পরে স্থানীয়দের সহায়তায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।এদিকে, বিকেল ৩টার দিকে তার অনুপস্থিতিতে একই অফিসে পুনরায় হামলা চালায় দুর্বৃত্তরা। তারা অফিস কক্ষের কুলিং কন্ডেন্সার পাইপ ভেঙে নিয়ে যায় এবং গুরুত্বপূর্ণ দামি মালামাল ও কাগজপত্র দারোয়ানকে ছুরির ভয় দেখিয়ে লুট করে পালিয়ে যায়।ঘটনার পর থেকে অফিসটি অরক্ষিত অবস্থায় রয়েছে।