
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুর ইউনিয়নের নুরপুর এলাকা থেকে ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রবিবার রাত প্রায় ১টা ৩০ মিনিটের দিকে চান্দিনা থানা পুলিশের একটি অভিযানিক দল তাদের আটক করে।পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকবিরোধী এই অভিযান সফল হয়। এসময় তাদের কাছ থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।আটক ব্যক্তিরা হলেন—মোঃ রাসেল আহাম্মদ (৩২)পিতা– আব্দুর রব, মাতা– খোরশেদা বেগম।সাং— এতবারপুর মধ্যপাড়া (সরকার বাড়ী), ৭নং এতবারপুর ইউনিয়ন।তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-র ইউনিয়ন সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন বলে জানা যায়।মোঃ মেহেদী হাসান মিহির (৩২)পিতা– মৃত আব্দুর রব, মাতা– জাহানারা বেগম।সাং— হারং, শওকত ভূঁইয়া বাড়ী (মেয়র বাড়ী), ২নং ওয়ার্ড, চান্দিনা পৌরসভা। ফারুক (৩৩) পিতা– আব্দুর রহমান, মাতা– হোছনে আরা বেগম।সাং— এতবারপুর, অজিবাড়ী, ৭নং এতবারপুর ইউনিয়ন।পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং সোমবার আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।স্থানীয়রা মাদকবিরোধী এই অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং চান্দিনা এলাকায় মাদক দমন অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।