
স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ কারাতে ফেডারেশনের অনুমোদন ছাড়া “বাংলাদেশ সেতারিউ কারাতে ফেডারেশন” নামে কোনো সংগঠন জাতীয় বা আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না বলে জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।২৫ অক্টোবর ২০২৫ তারিখে এনএসসি’র পরিচালক (ক্রীড়া) ও উপসচিব মাহাহাদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সরকারি চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।চিঠিতে উল্লেখ করা হয়, “বাংলাদেশ সেতারিউ কারাতে ফেডারেশন” জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদিত (অ্যাফিলিয়েটেড) কোনো সংস্থা নয়।
ফেডারেশনের অনুমতি ছাড়া জেলা বা বিভাগীয় ক্রীড়া সংস্থার মাধ্যমে দল গঠন বা প্রতিযোগিতায় অংশগ্রহণ আইনত অবৈধ।এনএসসি আরও জানায়, এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ কারাতে ফেডারেশনের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করে এবং প্রশাসনিকভাবে তা অপরাধ হিসেবে গণ্য হবে।চিঠিটি দেশের সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং জেলা ক্রীড়া সংস্থার সভাপতিদের কাছে প্রেরণ করা হয়েছে।