চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তবে তার সহযোগী রাজু পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এসময় তাদের কাছ থেকে কোন আগ্নেয়াস্ত্র উদ্ধার সম্ভব না হলেও বিপুল পরিমাণ দলিলপত্র ও আর্থিক লেনদেনের প্রমাণ উদ্ধার করা হয়েছে।উক্ত অভিযানের আসামিরা হলেন-মোঃ রাজু (পিতা: মৃত আব্দুল জব্বার)নাম :মো: জামালভোটার আইডি নম্বর: ৮৬৮৪৭০৩৯৯৭১১ পি১১তার নাম: বাচ্চু মিয়া।গ্রাম : দীঘলগাঁও পোস্ট : কালির হাট।থানা : আদর্শ সদর।জেলা: কুমিল্লা।উক্ত আসামি গণ অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে এলাকায় ত্রাস সৃষ্টি,সুদের ব্যবসা ও ব্ল্যাংক চেকের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করা,জমির দলিল দখল করে অর্থ আদান-প্রদান,বিদেশি অর্থ (হুন্ডি) পাচার।উক্ত অভিযোগের সত্যতা পাওয়ার পর ১৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ০২:৩০ ঘটিকায় সেনাবাহিনীর একটি বিশেষ দল বাড়িতে অভিযান চালায়। অভিযানে মোঃ জামালকে আটক করা হয়।থেকে ১৮টি জমির দলিলের মূল কপি,০৬টি জমির দলিলের ফটোকপি,০৭টি চেকবই,০১টি ব্ল্যাংক চেক,০২টি স্মার্টফোন উদ্ধার করা হয়। আটককৃত জামালকে ডাক্তারি পরীক্ষা শেষে সকাল ০৬.০০ ঘটিকায় নাজিরাবাজার পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। অন্যদিকে, রাজু পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তারের জন্য সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযান চালাচ্ছে।অভিযান শেষে সেনাবাহিনী বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষার্থে তারা সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।