1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাধবপুর ড্রেজার ব্যবসার মূল নেপথ্যে ঘুসখোর তশিলদার কান্তি দেবনাত ‎জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে……ড. মোবারক হোসাইন ‎ব্রাহ্মণপাড়ায় ৩ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামী আমেনা বেগম গ্রেপ্তার কুমিল্লায় দুটি পত্রিকার ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কুমিল্লায় সব হোটেলের বাস কাউন্টার অপসারণ; নতুন ইউটার্নের ঘোষণা সাংবাদিক তুহিনের পরিবারের পাশে স্বরাষ্ট্র উপদেষ্টা, বিচার নিশ্চিতে আশ্বাস কুমিল্লায় চার ডায়াগনস্টিকের লাইসেন্স স্থগিত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা, এক দালালকে কারাদণ্ড দেবিদ্বারে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বিএনপি নেতার ঘনিষ্ঠজন দেশি-বিদেশি অনেক শক্তিই বিএনপির বিপক্ষে দাঁড়িয়েছে -কুমিল্লায় বরকতউল্লাহ বুলু ‎ মাদক ব্যবসায়ীর হামলায় আহত যুগান্তরের নারী সাংবাদিক

মাদক ব্যবসায়ীর হামলায় আহত যুগান্তরের নারী সাংবাদিক

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

“কুমিল্লার দেবিদ্বারে বেড়েছে মাদক ব্যবসায়ী সুমনের দৌড়ত”

নিজস্ব প্রতিবেদক।। 

কুমিল্লার দেবিদ্বার থানার রাজামেহার গ্রামে মাদক ব্যবসায়ীর সুমন চদ্র দাস”র হামলায় যুগান্তরের নারী সাংবাদিক আখিনুর আক্তার আহত। দেবিদ্বারে মাদক ব্যবসায়ীদের বেড়েছে বড়ই দৌড়ত। খোলা মেলা ভাবেই চলছে মাদক ব্যবসা। সমাজে উড়তি বয়সের ছেলেদেরকে দিয়ে মাদক ব্যবসা করানো সহ মাদক সেবনের ট্রেইন মাস্টার সুমন নামেই পরিচিত তার এই ট্রেইনিং এতেও ছাড় পায়না শিশু বাচ্চারাও বলে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ।যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার আঁখি আক্তার ঢাকাতে বসবাস করেন দেশের বাড়িতে শুধু মাত্র বৃদ্ধা মা বসবাস করেন। একা বৃদ্ধা মা এর সরলতার সুযোগ নেওয়ার চেষ্টা করেন মাদক ব্যবসায়ী সুমন চন্দ্র দাস, তার মাদক সাংবাদিক আখির মায়ের বাড়িতে রেখে ব্যবসা চালাতে চেয়েছিলেন কিন্তু সাংবাদিক আঁখি”র মা অপরাধের বিষয় সোচ্চার বলে মাদক ব্যবসায়ী সুমন চন্দ্র দাস কথা রাজি না হয়ে উল্টো প্রতিবাদ করলে সাংবাদিকের মায়ের উপরে হামলা চালালে নারী সাংবাদিক আঁখি ও তার বোন ছুটে আসেন বাড়িতে এবং এ ঘটনার প্রতিবাদ করেন। সুমন যদি এমন ঘটনার পূর্ণ আবৃতি করেন তাহলে এই বিষয় আইনি পদক্ষেপ গ্রহণ করবেন বললে সুমন চন্দ্র দাস ক্ষিপ্ত হয়ে বলেন দেখে নেবন তোদের প্রয়োজনে হিন্দু সম্প্রদায় এর ইসূ এনে দাঙ্গা সৃষ্টিও করবেন তার অনেক আত্মীয়-স্বজন রয়েছে ইন্ডিয়াতে।সাংবাদিক আঁখি তার অফিসের কাজেও ঢাকাতে যাওয়া জরুরি তাই গত ২৩-০৮-২০২৫ ইং তারিখে ঢাকার উদ্দেশ্যে রউরওনা হলে মাদক ব্যবসায়ী সুমন জানতে পেরে আগে থেকেই রাস্তায় ওত পেতে বসে থাকেন তার সঙ্গী মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদেরকে নিয়ে। সাংবাদিক আঁখি রাস্তায় আসার পর তার গলার টুটি চেপে ধরে হত্যা করার চেষ্টা করেন ও বলতে থাকেন তোর জবান বন্ধ করে দিলে তো আর কোন সমস্যাই থাকে না কারণ তুই আমাকে প্রশাসন দিয়ে সমস্যা করবি বলে সাংবাদিকের হাতের মোবাইলটি ছিনিয়ে নিয়ে যায় ও গলায় থাকে একটি স্বর্ণের চেইনটিও নিয়ে যায়।ভাবা যায় ২৪ এর স্বাধীনাতার নামে কি স্বাধীনতা পেয়েছেন মাদক কারবারি সুমন হিন্দু ও মুসলিমদের মাঝেও দাঙ্গা বাজিয়ে হলেও মাদক ব্যবসা চালিয়ে যাবেন। সাংবাদিক হত্যা তো মামলি ব্যাপার মাত্র। অনুসন্ধানে জানা যায় যে দেবিদ্বারে ২৪ আগস্ট ২০২৪ থেকে দেবিদ্বারে মাদক কারবারিরা খণ্ড খণ্ড ভাবে ৫/৭/১০ জন মিলে আলাদা আলাদা সিন্ডিকেট গড়ে তুলেছেন যাতে করে মাদক ব্যবসায়ীদের কেউ কিছুই করতে না পারে! এক দিকে প্রশাসনও অনেকটাই তাদের ভূমিকা পালন করতে পারছেন না পরিস্থিতির উপরে নির্ভর করেই চলতে হচ্ছে প্রশাসনকে। কারণ মাদক ব্যবসায়ীদের উড়তি বয়সের ছেলেদেরকে ব্যবহার করেই মুব সৃষ্টি করে প্রশাসনকে বেকায়দায় ফেলেন বলে অনেক ক্ষেত্রে প্রশাসন নীরব ভূমিকায় থাকতে হয়। সুমন চন্দ্র দাস এর বিরুদ্ধে একাধিক মাদক মামলা চলমান তার বিরুদ্ধে শুধু মাদক ব্যবসার অভিযোগ নয় তার বিরুদ্ধে রয়েছে উড়তি বয়সের স্কুল পড়ুয়া ছাত্রীদেরকে বিরক্ত করারও অভিযোগ ও স্কুল ছাত্রদের মাদক সেবন শেখানো একটি টিম আর সেই টিম এর মূল ট্রেইনার হলো সুমন! ভাবা যায় হিন্দু সম্প্রদায় এর প্রশংসা সুযোগ ব্যবহার করে মাদক ব্যবসায়ী সুমন কতদূর এগিয়েছেন, বিষময় এই পেশা সুমনকে ধর্মীয় জ্ঞান থেকেও অন্ধ করে কি হিংস্রতায় পরিণত করেছেন!অবিলম্বে এই মাদক ব্যবসায়ী সুমন চন্দ্র দাসকে আইনের আওতাধীন আনা না হলে সারা দেশে প্রতিবাদ গড়ে তুলবেন সাধারণ সাংবাদিক সমাজ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট