
কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।।
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত র্যাব সদস্য নায়েব সুবেদার মোঃ মোতালেব হোসেনের মরদেহ কুমিল্লায় আনার পর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নিহত মোতালেব হোসেনের মরদেহ তার নিজ গ্রাম কুমিল্লা সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের অলিপুর গ্রামে পৌঁছায়। এরপর অলিপুর গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে র্যাব-১১ কুমিল্লার পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
পরে নিজ গ্রামের কবরস্থানে মা–বাবার পাশে তাকে দাফন করা হয়।জানাজায় উপস্থিত ছিলেন লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, অধিনায়ক, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি); লে. কর্নেল মোঃ হাফিজুর রহমান, সিও, র্যাব-৭; লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, সিও, র্যাব-১১; কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানসহ সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।জানাজার আগে নিহত মোতালেব হোসেনের মরদেহ শেষবারের মতো দেখতে আশপাশের এলাকা থেকে সহস্রাধিক মানুষ ভিড় করে। মরদেহবাহী গাড়িটি গ্রামে পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্বজন ও প্রতিবেশীদের আর্তনাদে অলিপুর গ্রামের বাতাস ভারি হয়ে ওঠে। জানাজার নামাজে সেনাবাহিনী, র্যাব ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা অশ্রুসিক্ত নয়নে সহকর্মীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।নিহত মোতালেব হোসেন অলিপুর গ্রামের প্রয়াত আবদুল খালেক ভূঁইয়ার ১১ সন্তানের মধ্যে সবার ছোট। তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।জানা যায়, গত শুক্রবার ছুটি শেষে তিনি কর্মস্থল চট্টগ্রামে যোগ দেন। সোমবার সন্ত্রাসীদের ধরতে পরিচালিত এক অভিযানের সময় দুর্বৃত্তদের হামলায় তিনি নিহত হন। মোতালেব হোসেন ছয় মাস আগে টেকনাফ থেকে বদলি হয়ে র্যাব-৭ এ যোগদান করেন।তার মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।