
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে ২৫ জানুয়ারী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে সমাবেশ মাঠ পরিদর্শন করেন বিএনপির নেতৃবৃন্দ।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে নগরীর ২৭ নং ওয়ার্ডের ফুলতলী- কমলাপুর মাঠ পরিদর্শনে যান নেতাকর্মীরা।এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা ৯ আসনের প্রার্থী আবুল কালাম, ১১ আসনের প্রার্থী কামরুল হুদা, মহানগর বিএনপি সভাপতি উৎবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেনসহ জেলা মহানগরের নেতৃবৃন্দ।