
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনের লক্ষ্যে সিটি কর্পোরেশনের প্রশাসক শাহ আলম মহোদয় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সরেজমিনে পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি যান চলাচলের প্রতিবন্ধকতা, অবৈধ পার্কিং, রাস্তার সংকীর্ণতা ও ট্রাফিক ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও ট্রাফিক বিভাগের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং যানজট নিরসনে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।প্রশাসক শাহ আলম মহোদয় বলেন, নগরবাসীর ভোগান্তি কমাতে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পর্যায়ক্রমে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, অবৈধ দখল উচ্ছেদ এবং সুশৃঙ্খল যান চলাচল নিশ্চিত করা হবে।
সিটি কর্পোরেশনের এ উদ্যোগে নগরবাসীর মধ্যে আশাবাদ সৃষ্টি হয়েছে।