
আরমান আহমেদ,নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা জেলার সীমান্ত এলাকা হতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক ০১ (এক) জন আসামীসহ সর্বমোট ৪৪,১১,৫৯৫/- (চুয়াল্লিশ লক্ষ এগারো হাজার পাঁচশত পঁচানব্বই) টাকা মূল্যের মাদক ও অবৈধ ভারতীয় সিগারেট আটক করা হয়েছে।কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।আজ,২০ ডিসেম্বর ২০২৫ তারিখে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন যশপুর বিওপি’র আওতাধীন লক্ষীপুর পোস্ট ও আদর্শ সদর উপজেলাধীন বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।বিজিবি জানায়,উক্ত অভিযানে সীমান্তের ০৮ কিঃ মিঃ এর মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে যথাক্রমে পদ্দারখীল এবং চাঁনপুর বালুর মাঠ নামক স্থান হতে বিজিবি টহল দল কর্তৃক ০১ (এক) জন আসামীসহ অবৈধ বিভিন্ন প্রকার মাদক ও ভারতীয় সিগারেট আটক করে। যার সর্বমোট মূল্য ৪৪,১১,৫৯৫/- (চুয়াল্লিশ লক্ষ এগারো হাজার পাঁচশত পঁচানব্বই) টাকা।বিজিবি আরও জানায়,জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।