
স্টাফ রিপোর্টার।।
হোমনা উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া।এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন ও স্থানীয় নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন এবং মহান বিজয় দিবসের তাৎপর্য ও দেশের স্বাধীনতা রক্ষার জন্য আমাদের দায়িত্ব নিয়ে বক্তব্য প্রদান করেন।সভা থেকে স্বল্পসাধ্য হলেও সমৃদ্ধ আলোচনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।