1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদার মনোনয়ন ফরম সংগ্রহ প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে ভাঙচুর ছাত্র জনতার জামায়াত প্রার্থীর দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক ওসমান হাদির জন্য দোয়া চাইলেন ওসমান হাদি মা*রা গেছেন কুমিল্লার চান্দিনায় যৌথবাহিনীর অভিযান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৫ জন আটক কুমিল্লা থেকে ৪০ রুটে বাস ধর্মঘট, যত্রীদের ভোগান্তি চরমে র‍্যাব-১১ এর অভিযানে ৩০ কেজি গাঁজা’সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কুমিল্লায় হোমনায় থানা হেফাজতে নারী আসামির আত্মহত্যা কুমিল্লা-৯ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক দপ্তর সম্পাদক মোঃ শফিকুর রহমান কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৬২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জামায়াত প্রার্থীর দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক ওসমান হাদির জন্য দোয়া চাইলেন

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

জামায়াত প্রার্থীর দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক ওসমান হাদির জন্য দোয়া চাইলেন

সমাজ পরিবর্তনে দাঁড়িপাল্লায় ঐক্যবদ্ধ হয়ে ভোট দিন –কাজী দ্বীন মোহাম্মদ

তৌহিদ হোসেন সরকার।।

কুমিল্লা–৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক ও বিভিন্ন নির্বাচনী কর্মসূচিতে অংশ নিয়েছেন।দিনভর নির্বাচনী মাঠে সক্রিয় থেকে তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং জামায়াতের রাজনৈতিক দর্শন ও কর্মসূচি তুলে ধরেন।সন্ধ্যা ৬টায় সদর দক্ষিণ উপজেলার ২নং চৌয়ারা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দিঘলগাঁও পশ্চিম পাড়া গ্রামে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মো. মফিজুল ইসলাম সর্দারের সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারি মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাজী দ্বীন মোহাম্মদ।বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “জুলাই বিপ্লবের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও পরিবর্তনের জন্য দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের আহবায়ক ওসমান হাদির জন্য দোয়া চাইলেন, তিনি বলেন মহান আল্লাহ যেন ওসমান হাদিকে আমাদের মাঝে ফিরিয়ে দেয়।

বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন। তিনি বলেন,“অলিআউলিয়ার দেশ, ওলামা-মাশায়েখের দেশে লুটপাট করে পার পেয়ে যাচ্ছে একটি গোষ্ঠী, আর সাধারণ মানুষ কষ্টে আছে। এখন সময় এসেছে পরিবর্তনের। জিনা-ব্যভিচার, পতিতাবৃত্তি ও লুটপাট বন্ধ করতে দাঁড়িপাল্লায় ভোট দিন এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে ন্যায়ের পক্ষে অবস্থান নিন।”এছাড়া বৈঠকে আরও বক্তব্য রাখেন ভিক্টোরিয়া কলেজের এজিএস অধ্যাপক শহিদুল ইসলাম, সদর দক্ষিণ উপজেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, ইউনিয়ন আমীর মাওলানা ইকবাল হোসেন, ওয়ার্ড সভাপতি মো. ইব্রাহিম, ৬নং ওয়ার্ড সভাপতি মো. শরিফুল্লাহ বেলাল, যুবনেতা ওমর ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ।এর আগে আদর্শ সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুরের ৮নং ওয়ার্ডে অনুষ্ঠিত একটি সামাজিক অনুষ্ঠানে কুমিল্লা মহানগর জামায়াত আমীর কাজী দ্বীন মোহাম্মদকে ফুলেল শুভেচ্ছা জানান ইঞ্জিনিয়ার মো. তাজুল ইসলাম। এ সময় ওয়ার্ড সভাপতি মাওলানা শামসুল হক, ডা. লিটন ও আমিরুল ইসলাম মুসাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এদিন বাদ জোহর টমছম ব্রিজ নিউ হোস্টেল ঈদগাহ মাঠে মনোহরপুর সওদাগরবাড়ী নিবাসী ও লাকসাম রোড এলাকার পরিচিত ব্যবসায়ী কামাল ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সারওয়ার কামাল (৬৫)-এর জানাজায় অংশ নেন কাজী দ্বীন মোহাম্মদ। বিকেলে তিনি শাকতলা মসজিদ মাঠে আরেকটি জানাজায়ও অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট