
নিজস্ব প্রতিবেদক।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে বাস্তবায়নে সক্রিয় হয়েছে কুমিল্লা জেলা প্রশাসন। আচরণবিধি লঙ্ঘন রোধে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকা থেকে রাজনৈতিক বিভিন্ন দলের ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণে অভিযান চালানো হয়েছে।রোববার (১৪ ডিসেম্বর) কুমিল্লা নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ও আদর্শ সদর উপজেলার আলেখারচর বিশ্বরোড থেকে শুরু করে জাগরজুলি বিশ্বরোড হয়ে পদুয়ার বাজার বিশ্বরোড ও চৌয়ারা পর্যন্ত বিস্তৃত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সড়কের দুই পাশ, বৈদ্যুতিক খুঁটি, সাইনবোর্ড ও বিভিন্ন স্থাপনায় টাঙানো সব ধরনের নির্বাচনী ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ করা হয়।জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে কুমিল্লা সিটি কর্পোরেশনের সহযোগিতায় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের ফলে সড়ক ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন ও শৃঙ্খলাবদ্ধ হয়ে ওঠে।এ বিষয়ে কুমিল্লা আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার বলেন,“নির্বাচনী আচরণবিধি মেনে চলা প্রত্যেক প্রার্থীর নৈতিক দায়িত্ব। তফসিল ঘোষণার পর থেকে আচরণবিধি কার্যকর থাকে। সে কারণে নির্বাচনী এলাকার সকল পর্যায়ের নেতাকর্মীদের অনুরোধ জানাচ্ছি, নিজ নিজ অবস্থান থেকে সব ধরনের ব্যানার ও ফেস্টুন স্বেচ্ছায় অপসারণ করার জন্য।”তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কোথাও যেন আচরণবিধি লঙ্ঘন না হয়, সে বিষয়ে জেলা প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে। প্রয়োজনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা মনে করছেন, নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে আচরণবিধি বাস্তবায়নে প্রশাসনের এমন কঠোর অবস্থান ইতিবাচক ভূমিকা রাখবে।