
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় ১২ ডিসেম্বর ২০২৫, বিকাল ৪টায় আমরাতলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম), জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আমিরুজ্জামান আমির, কৃষক দলের সভাপতি মোস্তফা জামান, এবং সদর দক্ষিণ বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইন।দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও কুমিল্লা জেলা ও মহানগরের হাজারো সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু লাভের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা জানান।