কুমিল্লার কুখ্যাত কিশোর গ্যাং "রতন গ্রুপের" অন্যতম সদস্য গ্রেফতার। কুমিল্লার কুখ্যাত কিশোর গ্যাং “রতন গ্রুপের” অন্যতম সদস্য গ্রেফতার। কুমিল্লার খবর কুমিল্লার খবর Cumillarkhobor প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫ কুমিল্লার কুখ্যাত কিশোর গ্যাং “রতন গ্রুপের” অন্যতম সদস্য গ্রেফতার। মহানগর প্রতিনিধি,কুমিল্লা।। কুমিল্লার কুখ্যাত কিশোর গ্যাং “রতন গ্রুপের” অন্যতম সদস্য গ্রেফতার করেন জেলা ডিবি পুলিশের চৌকস টিম সদস্যরা মঙ্গলবার ১৪/০১/২৫ খ্রিঃ তারিখ ০২:৩০ মিনিটের সময় কুমিল্লা আদর্শ সদরের ও সিটি করপোরেশন এলাকা হতে কুমিল্লার কুখ্যাত কিশোর গ্যাং “রতন গ্রুপ” এর অন্যতম সদস্য মাইনুদ্দিন(২২), পিতা: মৃত আইয়ুব আলী, মাতা: ফাতেমা বেগম, সাং-কালাডুম্বুর, থানা: মুরাদনগরকে কে এলাকায় নিজেদের গ্যাং এর প্রভাব বিস্তার ও ত্রাস সৃষ্টির লক্ষ্যে ব্যবহৃত ধারালো ছুরি (চাকু)সহ কুমিল্লা কোতয়ালী থানাধীন ঝাউতলা এলাকা হতে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে আটক করা হয়। SHARES অপরাধ বিষয়: কুমিল্লার কুখ্যাত কিশোর গ্যাং "রতন গ্রুপের" অন্যতম সদস্য গ্রেফতার।