মহানগর প্রতিনিধি,কুমিল্লা।।
কুমিল্লার কুখ্যাত কিশোর গ্যাং "রতন গ্রুপের" অন্যতম সদস্য গ্রেফতার করেন জেলা ডিবি পুলিশের চৌকস টিম সদস্যরা মঙ্গলবার ১৪/০১/২৫ খ্রিঃ তারিখ ০২:৩০ মিনিটের সময় কুমিল্লা আদর্শ সদরের ও সিটি করপোরেশন এলাকা হতে কুমিল্লার কুখ্যাত কিশোর গ্যাং "রতন গ্রুপ" এর অন্যতম সদস্য মাইনুদ্দিন(২২), পিতা: মৃত আইয়ুব আলী, মাতা: ফাতেমা বেগম, সাং-কালাডুম্বুর, থানা: মুরাদনগরকে কে এলাকায় নিজেদের গ্যাং এর প্রভাব বিস্তার ও ত্রাস সৃষ্টির লক্ষ্যে ব্যবহৃত ধারালো ছুরি (চাকু)সহ কুমিল্লা কোতয়ালী থানাধীন ঝাউতলা এলাকা হতে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে আটক করা হয়।
প্রকাশক ও সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
মোবাইলঃ +৮৮০১৭৭৫৭২৬৬৭৯/+৮৮০১৭৬৫৭৭৮৪৪৬
ই-মেইলঃ cumillarkhobor33@gmail.com