সিআইডি পরিচয়ে ডাকাতি, শ্রমিকদলের সভাপতিসহ আটক ৫ সিআইডি পরিচয়ে ডাকাতি, শ্রমিকদলের সভাপতিসহ আটক ৫ কুমিল্লার খবর কুমিল্লার খবর Cumillarkhobor প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৫ সিআইডি পরিচয়ে ডাকাতি, শ্রমিকদলের সভাপতিসহ আটক ৫ আব্দুল্লাহ আল মানছুর,কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লা চান্দিনা উপজেলার ছায়াকোট এলাকায় সিআইডি পরিচয় ডাকাতির সময় পৌরসভা শ্রমিকদলের সভাপতি সোহেল মুন্সিসহ প্রতারক চক্রের ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১৪ জুলাই) দুপুরে কুমিল্লা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠনো হয়েছে। আটকৃতরা হলেন, চান্দিনা পৌরসভা শ্রমিকদল যুগ্ম আহবায়ক ও ১নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি সোহেল মুন্সি (৩৯), সোহাগ আহমেদ (৩৫), মো. রাসেল মিয়া (২৯), মো. হানিফ (২৭) ও মো. ফয়সাল (২৭) চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, প্রথমে সেনাবাহিনীর সদস্যরা ২ জন ভুয়া সিআইডি সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে থানা পুলিশের অভিযান চালিয়ে আরও ৩জনকে আটক করি। চান্দিনা থানার অফিসার ইনচার্জ(ওসি) জাবেদুল ইসলাম জানান, ১১ জুলাই মালয়েশিয়া প্রবাসী সোহেল সরকার প্রবাস থেকে তার শশুরবাড়ি চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকায় আসেন। শুশুর বাড়িতে প্রবাসী কয়েকদিন অবস্থানও করেন। এরই সূত্র ধরে ১৩ জুলাই দুপুর দেড়টার দিকে ৫-৬জন লোক প্রবাসীর সোহেলের শশুর বাড়িতে গিয়ে তাকে খোঁজেন। এসময় তারা নিজেদের সিআইডি পরিচয় দেন এবং সোহেল ঘর থেকে বের হয়ে আসতেই তারা ঝাপটে ধরে এবং প্রবাসী সোহেলের নিাট অবৈধ মাল আছে বলে জানায়। পরে ভুয়া সিআইডি সদস্যরা ঘরে থাকা বিদেশ থেকে আনা প্রায় ৯ ভরি স্বর্ণাংকার, ১টি আইফোন ও ১টি স্মার্ট ফোনসহ তাদের বাড়ি থেকে তুলে আনে। ভুয়া সিআইডি সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কাঠেরপুল এলাকায় এনে প্রবাসীর নিকট ২ লক্ষ টাকা দাবী করে তাহার স্ত্রীকে ফোন দেয়। তাহার স্ত্রী চান্দিনা সেনা ক্যাম্পে গিয়ে তাৎক্ষণিক বিষয়টি জানালে সেনাবাহিনীর সদস্যরা তথ্য প্রযুক্তির সহায়তায় ভুয়া সিআইডি সদস্যদের কবল থেকে প্রবাসী সোহের সরকারকে উদ্ধার করে এবং সাথে সাথে সোহেল মুন্সিসহ ২জনকে আটক করে। থানা সূত্রে জানা যায়-আটককৃত ব্যক্তিরা সকলে বিএনপি’র রাজনীতি কর্মকান্ডের সাথে জড়িত। SHARES অপরাধ বিষয়: শ্রমিকদলের সভাপতিসহ আটক ৫সিআইডি পরিচয়ে ডাকাতি