কুমিল্লা বোর্ডে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫ ‎

কুমিল্লা বোর্ডে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫ ‎

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৫

কুমিল্লা বোর্ডে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫
‎আব্দুল্লাহ আল মানছুর,কুমিল্লা।।
‎কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষার পাসের হার গত বছরের তুলনায় কমেছে। তবে, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এবারের পাসের হার ৬৩.৬০ শতাংশ, যা গত বছরের চেয়ে কম। জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা পিছিয়ে, মেয়েরা এগিয়ে রয়েছে।বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামসুল ইসলাম এই তথ্য জানান। এসময় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাসরীনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়।কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এই বোর্ড থেকে মোট ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ১ লাখ ৬ হাজার ৫৮ জন সব বিষয়ে উত্তীর্ণ হয়েছে, যা মোট ফলাফলের ৬৩.৬০ শতাংশ। এবারের এসএসসি পরীক্ষায় ৯ হাজার ৯০০২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে মেয়েরা ৫ হাজার ৪৯৫ জন এবং ছেলেরা ৪ হাজার ৪০৭ জন। এতে স্পষ্ট যে, জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে।