‎চাঁদাবাজির রিপোর্ট করায় আমার দেশ প্রতিনিধিকে এনসিপি নেতার হুমকি!

‎চাঁদাবাজির রিপোর্ট করায় আমার দেশ প্রতিনিধিকে এনসিপি নেতার হুমকি!

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫


‎চাঁদাবাজির রিপোর্ট করায় আমার দেশ প্রতিনিধিকে এনসিপি নেতার হুমকি!
‎স্টাফ রিপোর্টার।।
‎কুমিল্লায় সাংবাদিককে হুমকি
‎কুমিল্লায় ‘কৃষকের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি এনসিপির দু’নেতার’ শিরোনামে দৈনিক আমার দেশ অনলাইন সংবাদ প্রকাশের পর দৈনিক আমার দেশ কুমিল্লা প্রতিনিধি এম হাসানকে হুমকি প্রদান করে এনসিপি নেতা। মঙ্গলবার বিকাল ৪টা ২০ মিনিটে কুমিল্লা বুড়িচং উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী তারেক ইমাম আমার দেশ প্রতিনিধিকে মোবাইলে হুমকি প্রদান করেন। এনসিপির বুড়িচং উপজেলার প্রধান সমন্বয়কারী তারেক ইমাম ফোন করে দৈনিক আমার দেশ কুমিল্লা প্রতিনিধিকে বলেন, বড় সাংবাদিক হয়ে গেছ? বড় সাংবাদিক হয়ে গেছ? তুমি আমার সাথে কথা না বলে এনসিপির নামে রিপোর্ট করেছ কেন? তুমি যদি পরবর্তী সময়ে এমন রিপোর্ট কর, তাহলে তোমার পত্রিকার বড় কর্মকর্তার কাছে বিচার দিব । তোমাদের পত্রিকার বড় কর্মকর্তার সাথে আমার খুব গভীর সম্পর্ক।
‎তারপর তিনি বলেন, তুমি আমার অনুমতি ছাড়া কেন রিপোর্ট করো । আমার অনুমতি নিবা না? নিহাদ আমার এনসিপির সদস্য কিন্তু পিয়াস তো আমার কমিটির কেউ না বলে খারাপ আচরণ শুরু করে । বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা শাখার সদস্য বুড়িচং উপজেলা এনসিপির সদস্য নিহাদ সিদ্দিকী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বুড়িচং উপজেলার স্বঘোষিত সমন্বয়ক কামরুজ্জামান পিয়াসের নামে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন একজন কৃষক । এমন একটি ভিডিও এসেছে আমার দেশ প্রতিনিধির হাতে। কুমিল্লা বুড়িচং উপজেলা ষোলনল ইউনিয়ন পূর্বহুড়া গ্রামের কৃষক শফিকুর রহমান শিমুল এই অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে নিউজ করার কারণে বুড়িচং উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী তারেক ইমাম আমার দেশ প্রতিনিধিকে হুমকি প্রদান করেন। তারেক ইমাম এর আগে বিএনপির রাজনীতি করলেও ২০২৪ সালের ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের ডামি জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছিলেন। তার আপন ছোট ভাই বুড়িচং উপজেলা যুবলীগের প্রভাবশালী নেতা। জুলাই বিপ্লবের ছাত্র জনতার উপর হামলাকারী হিসেবে একাধিক মামলা রয়েছে তার ভাই ইমতিয়াজ ইমনের নামে । উল্লেখ্য এর আগে নিউজ করার আগে এনসিপি নেতা তারেক ইমামকে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি