কুমিল্লা র‍্যাব-১১'র অভিযানে ১০ কেজি গাঁজা’সহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

কুমিল্লা র‍্যাব-১১’র অভিযানে ১০ কেজি গাঁজা’সহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, জুন ২১, ২০২৫

‎কুমিল্লা র‍্যাব-১১’র অভিযানে ১০ কেজি গাঁজা’সহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

‎নিজস্ব প্রতিবেদক।।
‎কুমিল্লায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ১১৯ জন গ্রেফতার, আরসা সদস্য-১৫ জন গ্রেফতার, হত্যা মামলায় ১৪০ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ৫৭ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ১৯ জন গ্রেফতারসহ ৯১ টি অস্ত্র, ১২৯৩ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ৩১৯ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। পাশাপাশি ৪৯ জন অপহরণকারী গ্রেফতারসহ ৫৮ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৬৫ জন, জেল পলাতক ৩৭ জন, প্রতারণার আসামী ১৩ জনসহ অন্যান্য অপরাধী প্রায় ৩২২ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‍্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
  অদ্য ২১ জুন ২০২৫ ইং তারিখ সকালে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমড়াতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে  মোজাম্মেল হোসেন অমি (২৭) এবং  সাইমন হোসেন (২৩) নামক ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীদ্বয়ের হেফাজত হতে ১০ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোজাম্মেল হোসেন অমি (২৭) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার শিমপুর গ্রামের মৃত ফতে আলী এর ছেলে এবং  সাইমন হোসেন (২৩) একই গ্রামের শহিদ আলম এর ছেলে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত মোটরসাইকেল ব্যবহার করে কুমিল্লার সীমানএলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‍্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মত সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাক গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।