ক্ষমতায় এসে নিজের প্রতিষ্ঠানের ঋণ মওকুফ করেছেন.....এলডিপির মহা সচিব ক্ষমতায় এসে নিজের প্রতিষ্ঠানের ঋণ মওকুফ করেছেন…..এলডিপির মহা সচিব কুমিল্লার খবর কুমিল্লার খবর Cumillarkhobor প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৫ ক্ষমতায় এসে নিজের প্রতিষ্ঠানের ঋণ মওকুফ করেছেন…..এলডিপির মহা সচিব ইয়াছিন আরাফাত,স্টাফ রিপোর্টার।। কুমিল্লার চান্দিনায় কর্মী সমাবেশে এলডিপি মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন- আপনি ক্ষমতায় এসে, নির্বাহী আদেশে গ্রামিণ ব্যাংকের ঋণ, গ্রামিণ টেলিকমের ঋণ মওকুফ করেছেন। রবিবার (১৫ জুন) বিকেলে চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে তিনি বলেন- ‘অন্তবর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা। এলডিপি নেতা মো. রমিজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন-কুমিল্লা উত্তর জেলা এলডিপি’র সভাপতি একেএম শামসুল হক মাস্টার, এলডিপি’র কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, চান্দিনা উপজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের,বারেরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এলডিপি নেতা জালাল উদ্দিন কালা, উপজেলা গণতান্ত্রিক যুবদল নেতা প্রভাষক সোহেল খান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভূঁইয়া , কবির হোসেন মেম্বারসহ আরো অনেকেই। পরে বিভিন্ন দল থেকে জাহাঙ্গীর মেম্বারের নেতৃত্বে প্রায় ৫০ জন নেতা কর্মী এলডিপিতে যোগদান করেন। SHARES কুমিল্লা জেলার খবর বিষয়: ক্ষমতায় এসে নিজের প্রতিষ্ঠানের ঋণ মওকুফ করেছেন.....এলডিপির মহা সচিব