হোমনায় হত্যা সহ একাধিক মামলার আসামী কৃষকলীগ নেতা ইউপি চেয়ারম্যান জালাল পাঠান আটক হোমনায় হত্যা সহ একাধিক মামলার আসামী কৃষকলীগ নেতা ইউপি চেয়ারম্যান জালাল পাঠান আটক কুমিল্লার খবর কুমিল্লার খবর Cumillarkhobor প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৫ হোমনায় হত্যা সহ একাধিক মামলার আসামী কৃষকলীগ নেতা ইউপি চেয়ারম্যান জালাল পাঠান আটক নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা হোমনা উপজেলার ৫ নং আছাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও মহান স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা কারী রাজাকার পাচু পাঠানের ছেলে জালাল পাঠান কে আটক করেছে তিতাস থানা পুলিশ।তিতাস থানা সূত্রে জানা যায়, রেবের সহযোগিতায় জালাল পাঠান কে সাভার থেকে আটক করা হয়েছে। তিতাস থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার সন্দেহ জনক আসামি জালাল পাঠান। তাকে আটক পূর্বক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক জালাল পাঠানের বিরুদ্ধে যুবলীগ নেতা মুসলেম হত্যা সহ দুটি হত্যা মামলা, একটি হত্যা চেষ্টার মামলা সহ সর্বমোট ৪ টি মামলা রয়েছে। এসব মামলায় ইতিপূর্বে একাধিক বার আটক হয়েছিলেন তিনি। এছাড়া তার বিরুদ্ধে অসহায় দের টাকার বিনিময়ে আশ্রায়ন প্রকল্পের ঘর দেবার অভিযোগ রয়েছে। টাকা দিয়ে ও ঘর না পেয়ে হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একাধিক অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা। ভুক্তভোগী ঘনিয়ারচর গ্রামের ফুলেছা বেগম ও গোলাম মোস্তফা জানান,আশ্রায়ন প্রকল্পের ঘরের জন্য ৯ হাজার ও ১৫ হাজার টাকা চেয়ারম্যান কে দেই,কিন্তু তিনি ঘর দেন নাই।এখন টাকা ফেরত চাইলে নানাভাবে হুমকি দামকি দিচ্ছে। বিষয় টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান তারা। এ বিষয়ে হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিনা চাকমা অভিযোগ প্রাপ্তির বিষয় টি নিশ্চিত করে বলেন তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। SHARES অপরাধ বিষয়: হোমনায় হত্যা সহ একাধিক মামলার আসামী কৃষকলীগ নেতা ইউপি চেয়ারম্যান জালাল পাঠান আটক