কুমিল্লায় পিকআপ ছিনতাইকারী আটক কুমিল্লায় পিকআপ ছিনতাইকারী আটক কুমিল্লার খবর কুমিল্লার খবর Cumillarkhobor প্রকাশিত: ৩:২৫ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০২৫ কুমিল্লায় পিকআপ ছিনতাইকারী আটক নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা শহরের বাদুরতলা এলাকা থেকে সেনাবাহিনীর অভিযানে পিকআপ ছিনতাইয়ের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জানা যায়, ০১ মে ২০২৫ তারিখে দেবিদ্বার এলাকা থেকে চট্ট মেট্রো-ন ১২-০৫০১ নম্বরের একটি পিকআপ ছিনতাই হয়। ছিনতাইকারী মোঃ সম্রাট (২০), পিতা- মোখলেসুর রহমান, গ্রাম- মহিচাইল, চান্দিনা, কুমিল্লা, মালিকের নিকট থেকে গাড়ি ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে ১ লাখ টাকারও বেশি অর্থ হাতিয়ে নেয়। পরবর্তীতে মালিককে পুনরায় ৫০,০০০ টাকা নিয়ে কুমিল্লা শহরে আসতে বলা হয়। পিকআপের মালিক আলাউদ্দিন চট্টগ্রামের পাহাড়তলী এলাকার বাসিন্দা। সেনাবাহিনীর টহল দল গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করে বাদুরতলা এলাকা থেকে ছিনতাইকারী মোঃ সম্রাটকে আটক করে এবং তাকে কুমিল্লা কোতোয়ালি থানায় হস্তান্তর করে। SHARES অপরাধ বিষয়: কুমিল্লায় পিকআপ ছিনতাইকারী আটক