বুড়িচংয়ে রেল লাইনের পাশ থেকে উদ্ধার হওয়া যুবকের পরিচয় সনাক্ত

বুড়িচংয়ে রেল লাইনের পাশ থেকে উদ্ধার হওয়া যুবকের পরিচয় সনাক্ত

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, জুন ১২, ২০২৫

বুড়িচংয়ে রেল লাইনের পাশ থেকে উদ্ধার হওয়া যুবকের পরিচয় সনাক্ত

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।

কুমিল্লার বুড়িচং উপজেলার (রাজাপুর – সদর রসুলপুর) ষ্টেশনের মাঝামাঝি বাকশীমূল এলাকার রেললাইনের পাশ থেকে উদ্ধার হওয়া অর্ধগলিত লাশের পরিচয় সনাক্ত হয়েছে। নিহতের শরীরের পোশাক দেখে শনাক্ত করেছেন পরিবারের লোকজন। নিহত ব্যক্তির নাম মোঃ ফয়েজ আহাম্মদ(৩৮)। সে বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের মধ্যপাড়ার আব্দুল মুনাফের ছেলে। পুলিশ জানায়, গত সোমবার (৯ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেল পথের বাকশীমূল এলাকায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করার তিন দিন পর ফেসবুকে ছবি দেখে নিহতের স্ত্রী রোকসানা জান্নাত ও পরিবার পরিচয় শনাক্ত করেছেন। নিহতের স্ত্রী রোকসানা জান্নাত জানান, ফয়েজ দীর্ঘদিন ধরে অর্থ সংকটে ভুগছিল। তিনি এনজিও থেকে চার লক্ষাধিক টাকা ঋণ নিয়েছিল। সঠিক সময়ে ঋণ পরিশোধ না করা সহ আর্থিক অস্বচ্ছতলতা নিয়ে হতাশায় ভুগছিল ফয়েজ। ঈদের আগের দিন রাতে খাবার নিয়ে রেল লাইনের পাশে একটি ঈদগাহ পাহারা দেয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল। পরদিন ঈদগাহ কমিটির লোকজনের সাথে আলাপ করলে জানা যায় সেই ঈদগাহ পাহারা দিতে যায়নি। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। তিনদিন পর ফেসবুকে যুবকের মরদহ উদ্ধার ও ছবি দেখে থানায় গিয়ে পরিচয় সনাক্ত করা হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই বলে তিনি জানান।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে ট্রেনের সাথে আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করতে পারে। এ বিষয়ে বুড়িচং থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।