কুমিল্লা(চান্দিনা-৭)আসনের সংসদ সদস্য প্রার্থী এহতেশামুল হক কাসেমীর বিশাল শোডাউন। কুমিল্লা(চান্দিনা-৭)আসনের সংসদ সদস্য প্রার্থী এহতেশামুল হক কাসেমীর বিশাল শোডাউন। কুমিল্লার খবর কুমিল্লার খবর Cumillarkhobor প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, জুন ১২, ২০২৫ কুমিল্লা(চান্দিনা-৭)আসনের সংসদ সদস্য প্রার্থী এহতেশামুল হক কাসেমীর বিশাল শোডাউন। ইয়াছিন আরাফাত,স্টাফ রিপোর্টার।। কুমিল্লা(চান্দিনা-৭) সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি এহতেশামুল হক কাসেমীর নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল,শোডাউন অনুষ্ঠিত হয়। বুধবার (১১ জুন) সকাল ৯টায় উজানীর কারী ইব্রাহিম রহঃ এর কবর জেয়ারত শেষে।উজানী থেকে শুরু হওয়া এই শোডাউনটি নবাবপুর-মহিচাইল-মাধাইয়া-কুটম্বপুরসহ উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় প্রদক্ষিণ করে চান্দিনা মোকামবাড়ি ঈদগাহ ময়দানে গিয়ে শেষ হয়। শোডাউনে পাঁচ শাতাধিক মোটরসাইকেল অংশ নেয়, যা নির্বাচনী এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়।এবং প্রত্যেক এলাকায় গিয়ে জানা যায় এখন হানাহানির রাজনৈতিক মানুষ আর চায় না।বৈষম্যের স্বীকার আর হতে চায় না। এগুলো বাদ দিয়ে একটি ইসলামিক আইনে দেশ পরিচালিত হওয়ার আশায় সাধারণ জনগণ থেকে শুরু করে সকল পেশার মানুষ চায়।যেনো বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্রে পরিণত হয়। SHARES কুমিল্লা জেলার খবর বিষয়: কুমিল্লা(চান্দিনা-৭)আসনের সংসদ সদস্য প্রার্থী এহতেশামুল হক কাসেমীর বিশাল শোডাউন।