বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু কুমিল্লায় সিসিইউতে ভর্তি বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু কুমিল্লায় সিসিইউতে ভর্তি কুমিল্লার খবর কুমিল্লার খবর Cumillarkhobor প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫ বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু কুমিল্লায় সিসিইউতে ভর্তি নেকবর হোসেন,নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু হঠাৎ অসুস্থ হয়ে একটি প্রাইভেট হাসপাতালের সিসিইউতে ভর্তি হয়েছেন।কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার রাত ৮টায় নোয়াখালী থেকে ঢাকা ফেরার পথে কুমিল্লা লাকসাম যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে রাত ৯টার দিকে কুমিল্লা মুন হসপিটালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, কুমিল্লা মুন হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। বর্তমানে সিসিইউতে আছেন। ঢাকায় ডাক্তারের সাথে যোগাযোগ করে উনার চিকিৎসা দেওয়া হয়েছে। SHARES কুমিল্লা জেলার খবর বিষয়: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু কুমিল্লায় সিসিইউতে ভর্তি