ব্রাহ্মণপাড়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ ব্রাহ্মণপাড়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ কুমিল্লার খবর কুমিল্লার খবর Cumillarkhobor প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ব্রাহ্মণপাড়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে ধারন করে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (২৬ ফেব্রুয়ারী) বুধবার বিকাল ৩টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই শিক্ষা পদক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ( সাংস্কৃতিক, ক্রীড়া, বিষয়ভিত্তিক কুইজ) প্রতিযোগীতায় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। এতে উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষা কর্মকর্তা মাসুদ ইবনে হোসাইন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা ফারহানা পৃথা। এসময় সহকারি শিক্ষা কর্মকর্তা রুনাক জাহানসহ সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সবশেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা। SHARES বিনোদন বিষয়: ব্রাহ্মণপাড়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ