চান্দিনায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম এর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক সভা ও মিলাদ মাহফিল

চান্দিনায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম এর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক সভা ও মিলাদ মাহফিল

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫

চান্দিনায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম এর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক সভা ও মিলাদ মাহফিল

ইয়াছিন আরাফাত, চান্দিনা প্রতিনিধি।।

কুমিল্লা চান্দিনায় উত্তর জেলা বিএনপি ও চান্দিনা উপজেলা বিএনপির আমৃত্যু সভাপতি প্রয়াত সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ আলম এর ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে চান্দিনা পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে কুমিল্লা উত্তর জেলা বিএনপির কার্যালয়ে ওই শোক সভা ও মিলাদ মাহফিল হয়।সভায় প্রয়াত খোরশেদ আলম চেয়ারম্যানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র শাহ মো. আলমগীর খান,পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর শহীদুজ্জামান সরকার,শহিদুল ইসলাম,মঞ্জু মেম্বার,সাবেক কাউন্সিলর শাজাহান সরকার,কাদের সরকার,সাবেক কাউন্সিলর কামাল হোসেন,পৌর যুবদল নেতা ফরহাদ করিম,পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক মনির খান, মোঃ মামুন মিয়া,পৌর ছাত্রদলের আহবায়ক মাহবুবুল আলম দোলন প্রমুখ।এসময় বক্তারা বলেন,কুমিল্লা উত্তর জেলা ও চান্দিনা উপজেলা বিএনপির যখন হাল ধরার কেউ ছিলনা তখন খোরশেদ আলম চেয়ারম্যান বিএনপির দুঃসময়ে নিজেকে বিলিয়ে দিয়ে দলটির জন্য কাজ করে গেছেন।সাধারণ মানুষের আস্থার ও ভরসার নাম ছিল নেতা খোরশেদ। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দলের জন্য নিবেদিত ছিলেন নিরহংকার এই নেতা।তিনি আগামী দিনে চান্দিনা বিএনপির মশাল হয়ে থাকবেন।

শোক সভা শেষে প্রয়াত খোরশেদ আলম চেয়ারম্যানের কবর জিয়ারত করেন নেতৃবৃন্দ।এসময় পৌর বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।