ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) কুমিল্লা কেন্দ্রের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) কুমিল্লা কেন্দ্রের মতবিনিময় সভায় কুমিল্লার খবর কুমিল্লার খবর Cumillarkhobor প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৪ মতবিনিময় সভায় বক্তারা- আগামীতে যেকোনো অপশক্তিকে রুখতে প্রকৌশলী সমাজ ঐক্যবদ্ধ থাকবে। বাহার রায়হান,নিজস্ব প্রতিবেদক।। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে প্রকৌশলীদের নানাভাবে বঞ্চিত করা হয়েছে। যোগ্যদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। সাধারণ প্রকৌশলীদের স্বার্থ রক্ষায় কোনো ভূমিকা পালন করতে পারেননি তৎকালীন নেতৃত্ব। বরং বিভিন্ন সময়ে ভিন্ন মতাবলম্বীদের দমনে তারা সময় ব্যয় করেছেন। তাই স্বৈরাচারের পতনের পর সারা দেশের প্রকৃত প্রকৌশলীদের নিয়ে আইইবিকে ঢেলে সাজানো হয়েছে। দলীয় দৃষ্টিভঙ্গিতে নয়, আগামীতে যোগ্যতার যোগ্যতার ভিত্তিতে সবাইকে মূল্যায়ন করা হবে। যেকোনো অপশক্তিকে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন নেতৃবৃন্দ। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)’র কুমিল্লা কেন্দ্রের মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। শনিবার (০৯ নভেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর শাকতলায় নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কুমিল্লা অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিপুল সংখ্যক প্রকৌশলী যোগদান করেন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রকৌশলী আজাদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা কেন্দ্রের সন্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহম্মদ সাইদুর রহমান। আইইবি কুমিল্লা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা কেন্দ্রের ভাইস প্রেসিডেন্ট (একাডেমি ও আন্তর্জাতিক) প্রকৌশলী খান মনজুর মোরশেদ। প্রকৌশলী ওযায়ের আহমেদে সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি) প্রকৌশলী শেখ আল আমিন, ভাইস প্রেসিডেন্ট (এসএন্ড ডব্লিউ) প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট ( প্রশাসন ও অর্থ) প্রকৌশলী এ.এ.টি.এম তানভির-উল-হাসান তমাল, ঢাকা কেন্দ্রের সম্মানীয় সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান, ভাইস চেয়ারম্যান (প্রশাসন, পেশা ও সমাজকল্যাণ) প্রকৌশলী মো. আশরাফ জামিল প্রমুখ। বক্তারা বলেন- অতীতে আইইবিকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু এবার এখানে কোনো ধরনের অপকর্মকে প্রশ্রয় দেয়া হবে না। যেকোনা অপশক্তিকে রুখে দিতে প্রকৌশলী সমাজ ঐক্যবদ্ধভাকে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তারা। আরও বক্তব্য রাখেন- ঢাকা কেন্দ্রের সন্মানীয় সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান (চুন্নু), ঢাকা কেন্দ্রের ভাইস প্রেসিডেন্ট (একাডেমি এন্ড এইচআরডি) প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন, সন্মানী সাধারণ সম্পাদক (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী মোহাম্মদ আহসানুল রাসেল, সন্মানী সহকারী সাধারণ সম্পাদক (এসএন্ড ডব্লিউ) প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী, সন্মানী সহকারী সাধারণ সম্পাদক (একাডেমি ও আন্তর্জাতিক) প্রকৌশৈলী মোহাম্মদ মাহবুব আলম, পল্লী বিদ্যুতের এজিএম প্রকৌশলী মশিউল আলম, এলজিইডির উপজেলা প্রকৌশলী নুরুজ্জামান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী জামাল উদ্দিন, পিডিবির প্রধান প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজ আলম ও ডিজাইন টেক এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নুরুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। SHARES সারা বাংলা বিষয়: ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) কুমিল্লা কেন্দ্রের মতবিনিময় সভা অনুষ্ঠিত।