ইসি পুনর্গঠনে সার্চ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি ইসি পুনর্গঠনে সার্চ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি কুমিল্লার খবর কুমিল্লার খবর Cumillarkhobor প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৪ ইসি পুনর্গঠনে সার্চ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি খবর ডেস্ক।। নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ বা অনুসন্ধান কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।কমিটিতে সদস্য হিসেবে আছেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিন্নাতুন নেছা তাহ্মিদা বেগম। এর আগে, বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, দু-এক দিনের মধ্যে প্রজ্ঞাপন প্রকাশিত হবে এবং তারপর বিষয়টি সম্পর্কে সবাই জানতে পারবেন। দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে চলে যান। এর পরপরই, ৫ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও অন্যান্য কমিশনাররা পদত্যাগ করেন। তাদের মধ্যে ছিলেন মো. আহসান হাবীব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর এবং মো. আনিছুর রহমান। SHARES প্রচ্ছদ বিষয়: ইসি পুনর্গঠনে সার্চ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি