কাবাঘর নিয়ে অবমাননাকর পোস্ট দেয়া যুবককে ছাত্রজনতা পিটিয়ে থানায় হস্তান্তর করেন। কাবাঘর নিয়ে অবমাননাকর পোস্ট দেয়া যুবককে ছাত্রজনতা পিটিয়ে থানায় হস্তান্তর করেন। কুমিল্লার খবর কুমিল্লার খবর Cumillarkhobor প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, জুন ১২, ২০২৫ কাবাঘর নিয়ে অবমাননাকর পোস্ট দেয়া যুবককে ছাত্রজনতা পিটিয়ে থানায় হস্তান্তর করেন। ইয়াছিন আরাফাত,চান্দিনা প্রতিনিধি।। পবিত্র কাবাঘর নিয়ে ফেসবুকে অবমাননাকর পোস্ট দেয়া যুবককে ছাত্রজনতা পিটিয়ে চান্দিনা থানা পুলিশকে হস্তান্তর করেন। বৃহস্পতিবার (১২ জুন) সকালের দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দেবিদ্বার,চান্দিনা ও বুড়িচং তিন থানার সীমানাবর্তী কোরপাই এলাকা থেকে তাকে ছাত্রজনতা ধরে পিটিয়ে চান্দিনা থানা পুলিশ এর হাতে তুলে দেয়।ঐ যুবকের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বরকামতা গ্রামের রামকৃষ্ণ সাহার ছেলে ইন্দ্রজিৎ সাহা(২১) তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন চান্দিনা থানার এসআই সোলাইমান। চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, অভিযুক্ত যুবকের পোস্টটিকে কেন্দ্র করে অসংখ্য লোকজন,ছাত্রজনতা উত্তেজিত হয়ে ওঠে এবং যুবককে তার বাড়িতে খুঁজাখুঁজি করে পরে কোরপাই এলাকায় খুঁজে পাওয়া যায় সেখানে অসংখ্য জনগণ ও ছাত্রজনতা আক্রমণের জন্য সমবেত হতে থাকে।এবং তাকে এক পর্যায়ে গণপিটুনি দেওয়া হয়।পরে ছাত্রজনতা তাকে চান্দিনা থানায় হস্তান্তর করেন। আমরা তাকে আহত অবস্থায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাই।এবং সেখান থেকে চিকিৎসা শেষে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়। SHARES অপরাধ বিষয়: কাবাঘর নিয়ে অবমাননাকর পোস্ট দেয়া যুবককে ছাত্রজনতা পিটিয়ে থানায় হস্তান্তর করেন।