স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে দুই শিশু দগ্ধ, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মনিরুল হক সাক্কু ও কাজী জামান কুমিল্লা নগরীর ১ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া এলাকার মাস্টার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চা দোকানদার রুবেলের বসতঘরে আগুন লেগে দুই শিশু দগ্ধ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে থাকা দুই শিশু আগুনে দগ্ধ হয়।
পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দগ্ধ শিশুদের তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।ঘটনার খবর পেয়ে কুমিল্লার সাবেক মেয়র মনিরুল হক সাক্কু ও যুবদল নেতা কাজী জামান অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেন। এ সময় তাঁরা দগ্ধ শিশুদের পরিবারের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।
সাবেক মেয়র মনিরুল হক সাক্কু দগ্ধ শিশুদের পরিবারের জন্য ২০ হাজার টাকা এবং যুবদল নেতা কাজী জামান ১০ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করেন। তাঁরা বলেন, এই অসহায় পরিবারের পাশে তাঁরা সবসময় আছেন এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত