স্টাফ রিপোর্টার।।
সনাতন ধর্মালম্বীদের বার্ষিক ধর্মীয় উৎসব উপলক্ষে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেছেন কুমিল্লা-০৬ নির্বাচনী আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার আমড়াতলী ইউনিয়নের ঐতিহ্যবাহী বানাশুয়া লক্ষী নারায়ণ মন্দিরে আয়োজিত বার্ষিক মহোৎসব অনুষ্ঠান পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি মন্দিরে আগত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উৎসবের আনন্দ ভাগ করে নেন। অনুষ্ঠান পরিদর্শনকালে মনিরুল হক চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য হেনা আলাউদ্দিন, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, বানাশুয়া লক্ষী নারায়ণ মন্দির কমিটির সভাপতি তরুণ ভৌমিকসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।ম হোৎসবে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে মনিরুল হক চৌধুরী বলেন, আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। ধানের শীষের পক্ষ থেকে আমি আপনাদের এই ধর্মীয় উৎসবের আনন্দ ভাগ করে নিতে এসেছি। আমি বিশ্বাস করি মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তায়। কোনো বিভেদ নয় আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকবো।তিনি আরও বলেন,আপনাদের যেকোনো প্রয়োজনে আপনারা আমাকে পাশে পাবেন। যখন যেটা প্রয়োজন হয়, নির্দ্বিধায় বলবেন। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের সেবায় নিয়োজিত থাকবো।এ সময় তিনি দলীয় মনোনয়ন প্রসঙ্গে বলেন,দল আমাকে মনোনীত করে যে সম্মান দিয়েছে, তা আমি জনগণের সেবা দিয়েই ফিরিয়ে দিতে চাই। আপনারা যদি আমাকে একটি ভোট দিয়ে সুযোগ দেন, তাহলে এই অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করতে পারবো।অনুষ্ঠান শুরুতে মন্দির কমিটির পক্ষ থেকে মনিরুল হক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পুরো আয়োজনটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত ফুটে ওঠে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত