নিজস্ব সংবাদদাতা।।
কুমিল্লা আদালত এলাকা ও আশপাশে অবাধে চলাচল করা দুটি ঘোড়াকে কেন্দ্র করে জনমনে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, ঘোড়াগুলো হঠাৎ উত্তেজিত হয়ে মানুষকে তাড়া করছে এবং কামড়ে আহত করছে। সম্প্রতি আদালত প্রাঙ্গণে চলাচলের সময় কয়েকজন আইনজীবী, সাংবাদিক ও সাধারণ পথচারী এসব ঘোড়ার কামড়ে আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো পূর্বসংকেত ছাড়াই ঘোড়াগুলো আচরণে অস্বাভাবিকতা দেখাচ্ছে, যা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এতে আদালত এলাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে আহত ব্যক্তিরা চিকিৎসা নিতে গিয়ে নতুন ভোগান্তির মুখে পড়ছেন। কুমিল্লা সদর হাসপাতালে জলাতঙ্ক (র্যাবিস) ভ্যাকসিনের সংকট রয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। হাসপাতাল থেকে সময়মতো ভ্যাকসিন না পেয়ে অনেককে বাইরে থেকে বেশি দামে ভ্যাকসিন সংগ্রহ করতে হচ্ছে। কেউ কেউ স্বাভাবিক দামের তুলনায় দ্বিগুণ অর্থ ব্যয় করতে বাধ্য হচ্ছেন। শুধু ঘোড়ার কামড় নয়, প্রতিদিন কুকুর ও বিড়ালের কামড় বা আঁচড়ে আক্রান্ত বহু মানুষ সদর হাসপাতালে এসে দীর্ঘ সময় অপেক্ষা করেও প্রয়োজনীয় ভ্যাকসিন পাচ্ছেন না। ফলে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে এবং সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হচ্ছে।এ বিষয়ে স্থানীয় আইনজীবী ও সচেতন নাগরিকরা বলেন, অবাধে চলাচলকারী প্রাণীগুলোকে মানবিক উপায়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, তাদের স্বাস্থ্য পরীক্ষা করা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
একই সঙ্গে পর্যাপ্ত জলাতঙ্ক ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেন তারা। ডেপুটি সিভিল সার্জন সারোয়ার রেজা এ প্রসঙ্গে বলেন, জেলায় বর্তমানে জলাতঙ্ক ভ্যাকসিনের সংকট রয়েছে। জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হওয়ায় আক্রান্তদের ক্ষেত্রে সময়মতো ভ্যাকসিন গ্রহণ অত্যন্ত জরুরি।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত