বুড়িচং প্রতিনিধি,কুমিল্লা।।
কুমিল্লা-৫ নির্বাচনী আসনের ধানের শীষ প্রার্থী হাজী জসিম উদ্দিন ওমরাহ পালন শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, অপরাজয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন।সম্প্রতি রাজধানীর বনানী কবরস্থানে তিনি এ জিয়ারত করেন।
এ সময় তিনি মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের জন্য দোয়া মোনাজাত করেন।
হাজী জসিম উদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে অবদান রেখেছেন, তা জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
জিয়ারত শেষে তিনি কুমিল্লাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত