স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।উদ্ধারকৃত এসব বাজির আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৬ লক্ষ ১৬ হাজার টাকা।বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি-র একটি চৌকস টহল দল অভিযান শুরু করে।অভিযান চলাকালীন সীমান্তের ৩০০ গজ অভ্যন্তরে পাহাড়পুর নামক স্থানে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা বেশ কিছু বস্তা উদ্ধার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার ভেতর থেকে বিভিন্ন প্রকার ভারতীয় বাজি জব্দ করা হয়। তবে এ সময় চোরাকারবারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দকৃত বাজির মোট বাজারমূল্য ৭৬,১৬,০০০ (ছিয়াত্তর লক্ষ ষোল হাজার) টাকা। প্রচলিত বিধি মোতাবেক উদ্ধারকৃত এসব মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।সীমান্ত দিয়ে অবৈধ পথে পণ্য আনাগোনা রোধে এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত