
স্টাফ রিপোর্টার।।
সুফি সম্রাট হযরত শাহ আবদুল্লাহ গাজীপুরী (রহঃ)-এর পবিত্র ওরস শরীফ উপলক্ষ্যে কুমিল্লায় এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
উক্ত মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন বিশিষ্ট চিকিৎসক ডা. আহসান হাবীব শাহাদাত। তিনি এমবিবিএস (বিইউপি), এমসিজিপি এবং এফসিপিএস (মেডিসিন-শেষ পর্ব, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল) ডিগ্রিধারী। এছাড়াও তিনি চর্ম ও যৌন রোগ, থাইরয়েড, ডায়াবেটিস ও হরমোনজনিত রোগে পিজিটি এবং BES-MAYO কর্তৃক উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত। ডা. আহসান হাবীব শাহাদাত পূর্বে আর্মি মেডিকেল কলেজ, সিএমএইচ কুমিল্লায় মেডিসিন ও চর্ম-যৌন বিভাগে এক্স-সহকারী রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন।
তাঁর বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর: এ-১০৮০০৪।মেডিকেল ক্যাম্পটি আয়োজন করে গাউসিয়া কমিটি বাংলাদেশ, কুমিল্লা মহানগর, যা আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের একটি অঙ্গসংগঠন।এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পায়। আয়োজকরা জানান, মানবসেবাই এ আয়োজনের মূল লক্ষ্য।