
চট্টগ্রাম প্রতিনিধি।।
ভিকটিম ওজিয়র রহমান(৩৬) পেশায় একজন পাঠাও চালক। ভিকটিম ওজিয়র রহমান(৩৬) ইং ১১/০১/২০২৬ খ্রি. তারিখ রাত আনুমানিক ০০.৫০ ঘটিকার পূর্বে যেকোনো সময় অজ্ঞাত স্থান হতে মোটরসাইকেল যোগে আসার পথে অজ্ঞাত স্থানে অজ্ঞাতনামা আসামী/আসামীরা একই উদ্দেশ্যে ভিকটিম ওজিয়র রহমান’কে হত্যার উদ্দেশ্যে পেটের মাঝখানে ছুরিকাঘাত করলে ভিকটিম আহত অবস্থায় মোটরসাইকেল চালিয়ে বন্দর থানাধীন নতুন পোর্ট মার্কেট জামে মসজিদের বিপরীত পাশে বন্দর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সামনে রাস্তার উপর পৌঁছলে অজ্ঞান হয়ে মোটরসাইকেল হতে পড়ে যায়। পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।এ প্রেক্ষিতে বন্দর থানার একাধিক চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ইং ১৪/০১/২০২৬ইং তারিখ ডবলমুরিং থানাধীন পানওয়ালাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম ওজিয়র রহমান(৩৬)’কে খুনের সাথে জড়িত আসামী মোঃ শহীদুল ইসলাম খোকন(৪৫), পিতা-মৃত আবু তাহের, মাতা- গুলশান আরা বেগম, সাং- চরকিং, মুক্তিযোদ্ধা আবু তাহের এর বাড়ী, ০৮ নং ওয়ার্ড, ০৬ নং চরকিং ইউনিয়ন, থানা-হাতিয়া, জেলা-নোয়াখালী, বর্তমানে-মনসুরাবাদ, পানওয়ালা পাড়া, মিয়াবাড়ী, আব্দুল মোতালেব ভবন(ভাড়াটিয়া), ৫ম তলা, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন।

Oplus_131072
তার হেফাজত হতে ঘটনায় ব্যবহৃত ক) ০১টি কাঠের বাটযুক্ত স্টিলের ছুরি ও খ) ভিকটিমের ব্যবহৃত ০১টি হেলমেট উদ্ধার করেন।গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে গত ১১/০১/২০২৬ ইং তারিখ রাত অনুমান ১২.৪০ ঘটিকায় হালিশহর থানাধীন বুইল্ল্যা কলোনী কলাবাগান নামক স্থানে ইয়াবা ট্যাবলেট সেবন করার সময় ভিকটিম ওজিয়র রহমান(৩৬) বর্ণিত স্থান দিয়ে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় আসামীকে দেখে দাঁড়ায় এবং আসামীকে কোথায় যাবে বলে জিজ্ঞেস করেন। তখন আসামী বলে, সে কোথাও যাবে না তাকে ইয়াবা খাওয়ার জন্য ৫০০ টাকা দিতে হবে। একথা শুনার সাথে সাথে ভিকটিম আসামীকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আসামী তার প্যান্টের পিছনের পকেটে থাকা উদ্ধারকৃত কাঠের বাটযুক্ত স্টিলের ছুরি দিয়ে ভিকটিমের পেটে ঘাই মারে। ভিকটিম তড়িঘরি করে মোটরসাইকেল নিয়ে চলে যায়। পরে জানতে পারে ভিকটিম মারা গেছে। আসামীকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ০৫টি মামলা রয়েছে।