চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রামের কোতোয়ালী থানার এসআই এহেছান মাহবুব, এএসআই সোহেল আহমেদ, এএসআই রিগান চাকমা ও এএসআই আবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অদ্য ১৪/০১/২০২৬ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন জহুর হকার্স মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ০১। দায়রা- ৭০৬/২১, সিআর- ৪৪১/২০, ০২। সিআর- ১৬/২৫ সংক্রান্তে ০১টি সিআর সাজা ও ০১টি সিআর ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুর রহিম রাজীব, পিতা- মৃত আঃ রব, সাং- দামপাড়া, ২নং মসজিদ লেইন, কোতোয়ালী, চট্টগ্রাম-কে গ্রেফতার করেন। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত