স্টাফ রিপোর্টার।।
ঢাকা থেকে কুমিল্লায় ফেরার পথে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি হাইওয়েতে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন কুমিল্লা-৬ নির্বাচনী আসনের প্রার্থী আলহাজ্ব মনিরুল হক চৌধুরী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাইওয়েতে হঠাৎ সামনে চলে আসা একটি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে তাঁর বহরভুক্ত গাড়িটি দুর্ঘটনায় পড়ে। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং আলহাজ্ব মনিরুল হক চৌধুরীসহ গাড়িতে থাকা সবাই নিরাপদ রয়েছেন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা সহায়তায় এগিয়ে আসেন। বিষয়টি জানাজানি হলে তাঁর শুভানুধ্যায়ী ও সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত