1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুড়িচংয়ে নেশার টাকা না পেয়ে স্ত্রী হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইনার হুইল ক্লাব অব কুমিল্লার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সিএমপির বন্দর থানার চাঞ্চল্যকর পাঠাও চালক হত্যাকাণ্ডে জড়িত ০১(এক) আসামী গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার। সিএমপির কোতোয়ালী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও সিআর ওয়ারেন্টভুক্ত ০১ (এক) আসামি গ্রেফতার। বুড়িচংয়ে নেশার টাকা না পেয়ে স্ত্রী হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার আপিল খারিজ, মনিরুল হক চৌধুরীর মনোনয়ন বৈধতা বহাল রেখেছে কমিশন। দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কাজী দ্বীন মোহাম্মাদ কুমিল্লায় তারেক রহমানের আগমন উপলক্ষে টাউন হল মাঠ পরিদর্শন কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ৬টি নতুন স্যাটেলাইট টিম চালু কুমিল্লা আদর্শ সদর উপজেলায় অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বুড়িচংয়ে নেশার টাকা না পেয়ে স্ত্রী হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

বুড়িচংয়ে নেশার টাকা না পেয়ে স্ত্রী হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

বুড়িচং প্রতিনিধি।। 
কুমিল্লার বুড়িচং উপজেলায় নেশার টাকা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে গৃহবধূ লিজা আক্তার (২৮) হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি স্বামী মোঃ দুলাল (৩৮)-কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে অভিযুক্ত আসামিকে গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
র‌্যাব-১১ সূত্রে জানা যায়, গত ৭ জানুয়ারি ২০২৬ খ্রি. সকালে বুড়িচং থানাধীন পূর্ণমতি গ্রামের নিজ বাড়িতে লিজা আক্তার গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রচারিত হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহতের স্বামী মোঃ দুলাল পেশায় একজন রাজমিস্ত্রি এবং তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের জন্য তিনি প্রায়ই পরিবারের কাছে টাকা দাবি করতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে স্ত্রী লিজা আক্তারের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ উঠে। ঘটনার দিনও মাদক কেনার টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের একপর্যায়ে লিজা আক্তার গুরুতরভাবে আহত হন।
ঘটনার পর নিহতের মা বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৭, তারিখ ০৮/০১/২০২৬ খ্রি.)। মামলার পর থেকেই আসামি আত্মগোপনে চলে যায়। তাকে দ্রুত গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত শুরু করে।
গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন বউবাজার এলাকায় শনাক্ত করা হয়। পরবর্তীতে ১৩ জানুয়ারি ২০২৬ খ্রি. রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ও র‌্যাব-৭, সিপিসি-৩ চান্দগাঁও-এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে, স্থানীয়রা এই নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। তারা বলেন, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেয়—এই ঘটনা তারই ভয়াবহ উদাহরণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর