তৌহিদ হোসেন সরকার।।
কুমিল্লা–৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মাদ বুধবার (১৪ জানুয়ারি) দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দিনের কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় কুমিল্লা মহানগরীর ৪ নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন তিনি। স্থানীয় ভোটার, গণমানুষ ও দোকানিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক জনদুর্ভোগ ও সমস্যা সম্পর্কে খোঁজ নেন।এদিকে দুপুর ১২টায় সদর উপজেলার জগন্নাথপুর চৌমুহনী এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় আহত জামায়াতে ইসলামী কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের আমীর ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় মোঃ জামাল হোসেনকে দেখতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যান কাজী দ্বীন মোহাম্মাদ। বুধবার বেলা ১২টার দিকে সন্ত্রাসী হামলার এ ঘটনা ঘটে।
হামলার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয় বলে জানা গেছে। আহত জামালকে স্থানীয়রা একজন মার্জিত, জনপ্রিয় ও আস্থাভাজন নেতা হিসেবে উল্লেখ করে বলেন, জাতীয় দলের সাবেক ফুটবলারের ওপর প্রকাশ্যে হামলা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।
হাসপাতালে তিনি জামালের সুস্থতা কামনা করেন এবং মহান আল্লাহর কাছে দোয়া করেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, মহানগরীর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, ছাত্রশিবির মহানগরীর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, মহানগরীর যুববিভাগের সভাপতি কাজী নজির আহমেদ, ইউনিয়ন সেক্রেটারি ডা. মাহবুজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
হামলার ঘটনা প্রসঙ্গে কাজী দ্বীন মোহাম্মদ প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বিকাল সাড়ে ৫টায় সদর দক্ষিণ উপজেলার ২নং চৌয়ারা ইউনিয়নের শীষপুর কেন্দ্রে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। কোদালিয়া গ্রামের মৃত আব্দুল লতিফ মজুমদারের বাড়ির প্রাঙ্গণে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শীষপুর কেন্দ্রের পরিচালক হাফেজ সহিদুল্লাহ বৈঠকের সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা আমীর মোঃ মিজানুর রহমান ও উপজেলা নায়েবে আমীর অধ্যাপক রুহুল আমীন।এ ছাড়া বক্তব্য দেন ইউনিয়ন আমীর মাওলানা ইকবাল হোসাইন মজুমদার, সহকারী কেন্দ্র পরিচালক মোঃ ইব্রাহিম খলিল, মাস্টার আবু তাহের, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোঃ জামাল উদ্দিন ও অবসরপ্রাপ্ত আর্মী মালেক প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত